বাংলাদেশী বংশোদ্ভূত ইউরোপে বিভিন্ন বাংলা সংবাদ মাধ্যমের সাংবাদিকদের নিয়ে গঠিত এই ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশন (ইবিজেএ)

ইউরোপ ডেস্কঃ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে ইউরোপের বিভিন্ন দেশে বাংলা সংবাদ মাধ্যমের সাংবাদিকদের এক ভার্চুয়াল বৈঠকে সর্ব সম্মতিতে অস্ট্রিয়া থেকে মাহবুবুর রহমানকে ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশন এর প্রধান উপদেষ্টা, জার্মান থেকে হাবিবুর রহমান হেলালকে সভাপতি এবং ইতালি থেকে জাকির হোসেন সুমনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেন। নব নির্বাচিত তিন সদস্য বিশিষ্ট এই কমিটি আগামী ১৫ দিনের মধ্যে ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করবেন।
ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশন(EBJA) অষ্ট্রিয়া থেকে রেজিস্ট্রেশন করা সংগঠন। রেজি: নং ZVR-Zahl: 1502805540
প্রধান উপদেষ্টা মাহবুবুর রহমান অস্ট্রিয়া ও বাংলাদেশ থেকে যৌথভাবে প্রকাশিত জনপ্রিয় অনলাইন পত্রিকা ইউরো বাংলা টাইমসের এডিটর ইন চীফ। সভাপতি হাবিবুর রহমান হেলাল জার্মান বাংলা প্রেস ক্লাবের সভাপতি এবং চ্যানেল আই এর সিনিয়র সাংবাদিক । সাধারণ সম্পাদক এস ডি জাকির হোসেন সুমন বাংলাদেশের অন্যতম সংবাদ মাধ্যম যমুনা টেলিভিশনের ইতালি ব্যুরো চীফ এবং ভেনিস বাংলা প্রেস ক্লাবের সভাপতি।

ভার্চুয়াল বৈঠকে ইউরোপের বিভিন্ন দেশ থেকে বাংলা সংবাদ মাধ্যমের সাংবাদিকগণ প্রায় আড়াই ঘন্টার যাবত বৈঠক করে পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে উপরোক্ত তিন জনকে মনোনীত করেন।
ভার্চুয়াল বৈঠকে সভাপতির দায়িত্ব পালন করেন অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা থেকে মাহবুবুর রহমান এবং অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন গ্রিসের রাজধানী এথেন্স থেকে bdnewseu24.com এর সম্পাদক ও প্রকাশক জহিরুল ইসলাম।
ভার্চুয়াল বৈঠকে ইউরোপের বিভিন্ন দেশ থেকে বাংলা সংবাদ মাধ্যমের সাংবাদিকগণ প্রায় আড়াই ঘন্টার যাবত বৈঠক করেন। উপস্থিত সকলেই হাত তোলে এবং মৌখিক ভাবে সমর্থনের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেন।
এছাড়াও সভাপতি ও সাধারণ সম্পাদকের পদে একাধিক প্রার্থী থাকায় ভোটাধিকারের মাধ্যমে নির্বাচিত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতায় ছিলেন ইতালি থেকে জিয়াউর রহমান খান সোহেল, মুহাম্মদ উল্লাহ সোহেল, নাজনীন আক্তার, ইসমাইল হোসেন স্বপন, মুহাম্মদ ফাহিম হোসেন রুবেল,আবু সাঈদ রিয়াজ, শরিফুল ইসলাম টগর, পর্তুগাল থেকে ছিলেন জহুরুল আলম মুন, মো: তাহির হোসেন, গ্রিস থেকে ছিলেন কামরুজ্জামান ভূঁইয়া ডালিম, খন্দকার মেভিজ পরমা, অষ্ট্রিয়া থেকে উপস্থিত ছিলেন কবির আহমেদ জার্মান থেকে ছিলেন নজরুল ইসলাম বিপ্লব সহ আরো অনেকে।
পরে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রধান উপদেষ্টা উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য যে সংগঠনের সংবিধান অনুযায়ী প্রধান উপদেষ্টা পদাধিকার বলে কার্যকরী পরিষদের সদস্য হিসেবে গণ্য হবেন।
কবির আহমেদ/ইবিটাইমস





















