টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, সন্ত্রাসী, চাঁদাবাজ, পলাতক আসামীদের গ্রেফতার, অবৈধ অস্ত্র, মাদক ও বিষ্ফোরক দ্রব্যাদি উদ্ধার এবং ইভটিজিং বন্ধ করতে শহরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) তৎপরতা বাড়ানো হয়েছে।
সোমবার, মঙ্গলবার ও বুধবার শহরের গুরত্বপূর্ণ এলাকায় জেলা গোয়েন্দা পুলিশ টহল দেয়। এ সময় কোন ব্যক্তিকে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি দক্ষিণ) অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশাররফ হোসেন বলেন, টাঙ্গাইলের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর (বিপিএম সেবা) নির্দেশে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, সন্ত্রাসী, চাঁদাবাজ, পলাতক আসামীদের গ্রেফতার, অবৈধ অস্ত্র, মাদক ও বিষ্ফোরক দ্রব্যাদি উদ্ধার এবং ইভটিজিং বন্ধ করতে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে। এ তৎপরতা অব্যাহত থাকবে।

























