ভিয়েনা ০৭:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে পালানোর সময় কসবা সীমান্তে যুগ্ম সচিব গ্রেপ্তার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫৩:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
  • ২০ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: ভারতে পালানোর সময় জাতীয় সংসদ সচিবালয়ের সাবেক যুগ্ম সচিব কিবরিয়া মজুমদারকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১২ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তের পুটিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

কিবরিয়া মজুমদার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কোমরকড়া গ্রামের মৃত মফিজ উদ্দিন আহম্মদ মজুমদারের ছেলে। তিনি ঢাকার বাসাবোর সবুজবাগের দক্ষিণগাঁও এলাকায় থাকতেন। তিনি জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর অধীন যুগ্ম সচিব হিসেবে কর্মরত ছিলেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কসবা উপজেলা সীমান্তের পুটিয়া এলাকায় ঘোরাফেরা করছিলেন এ কে এম জি কিবরিয়া মজুমদার। গোপন সংবাদের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) আওতাধীন কসবা সালদা নদীর বিওপির টহল দল বিষয়টি জানতে পারে। বিজিবির সদস্যরা আন্তর্জাতিক সীমান্তরেখা সীমান্ত পিলার ২০৫০/৮ থেকে ৫০ গজ বাংলাদেশের ভেতর থেকে তাঁকে আটক করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জিজ্ঞাসাবাদে জাকারিয়া মজুমদার জানিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে তার বিরুদ্ধে একাধিক মামলা হওয়ায় তিনি ভারতে অনুপ্রবেশের জন্য কসবা সীমান্তে যান।

কসবা থানার ওসি জাকির হোসেন বলেন, তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলা দিয়ে বিজিবি তাকে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে আর কোনো মামলা আছে কিনা আমরা খতিয়ে দেখছি।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভারতে পালানোর সময় কসবা সীমান্তে যুগ্ম সচিব গ্রেপ্তার

আপডেটের সময় ০৫:৫৩:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪

ইবিটাইমস ডেস্ক: ভারতে পালানোর সময় জাতীয় সংসদ সচিবালয়ের সাবেক যুগ্ম সচিব কিবরিয়া মজুমদারকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১২ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তের পুটিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

কিবরিয়া মজুমদার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কোমরকড়া গ্রামের মৃত মফিজ উদ্দিন আহম্মদ মজুমদারের ছেলে। তিনি ঢাকার বাসাবোর সবুজবাগের দক্ষিণগাঁও এলাকায় থাকতেন। তিনি জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর অধীন যুগ্ম সচিব হিসেবে কর্মরত ছিলেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কসবা উপজেলা সীমান্তের পুটিয়া এলাকায় ঘোরাফেরা করছিলেন এ কে এম জি কিবরিয়া মজুমদার। গোপন সংবাদের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) আওতাধীন কসবা সালদা নদীর বিওপির টহল দল বিষয়টি জানতে পারে। বিজিবির সদস্যরা আন্তর্জাতিক সীমান্তরেখা সীমান্ত পিলার ২০৫০/৮ থেকে ৫০ গজ বাংলাদেশের ভেতর থেকে তাঁকে আটক করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জিজ্ঞাসাবাদে জাকারিয়া মজুমদার জানিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে তার বিরুদ্ধে একাধিক মামলা হওয়ায় তিনি ভারতে অনুপ্রবেশের জন্য কসবা সীমান্তে যান।

কসবা থানার ওসি জাকির হোসেন বলেন, তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলা দিয়ে বিজিবি তাকে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে আর কোনো মামলা আছে কিনা আমরা খতিয়ে দেখছি।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন