টাঙ্গাইল প্রতিনিধিঃ সারাদেশের মতো টাঙ্গাইলেও আজ মন্ডপে মন্ডপে অনুষ্ঠিত হয়েছে দেবী দূর্গার মহাঅষ্টমী পুজা। অষ্টমী তিথিতে দেবী দূর্গার পায়ে পুষ্পাঞ্জলি দিতে ভোর থেকেই মন্ডপগুলোতে সকল বয়সী নারী-পুরুষের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে।
সকালে ষোড়শ উপাচারে অনুষ্ঠিত হয় দেবীর পূজা। ১০৮টি পদ্ম ফুল এবং প্রদীপ দিয়ে দেবী দুর্গার আরাধনা করা হয়। শারদীয় দুর্গাপূজার সবচেয়ে আকর্ষণীয় এবং জাঁকজমকপূর্ণ দিন হচ্ছে আজ।
পাঁচ দিন ব্যাপী শারদীয় দুর্গোৎসবের সব চেয়ে গুরুত্বপূর্ণ তিথি মহাঅষ্টমী। এই তিথিতে দেবীর পুজার পাশাপাশী বিভিন্ন মন্ডপে আয়োজন করা হয় কুমারী পুজার।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস