ইউরোপীয় ইউনিয়নের অভিন্ন আশ্রয়নীতি থেকে বেরিয়ে যেতে চায় হাঙ্গেরি৷ ইতিমধ্যে ব্রাসেলসকে এক চিঠিতে নিজেদের ইচ্ছার কথা জানিয়েছে দেশটির সরকার
ইউরোপ ডেস্কঃ মঙ্গলবার (৯ অক্টোবর) ইউরোপের বিভিন্ন ভাষায় প্রকাশিত অভিবাসন বিষয়ক সংবাদ মাধ্যম ইনফোমাইগ্রেন্টস তাদের এক প্রতিবেদনে এতথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, এর আগে গত মাসে ইউরোপের আরেক দেশ নেদারল্যান্ডস এমন পদক্ষেপ নিয়েছিল। ইউনিয়নের অভিন্ন আশ্রয় নীতি থেকে সরে যেতে চায় নিজেদের ইচ্ছার কথা ব্রাসেলকে জানায় দেশটি ৷
হাঙ্গেরির ইউরোপ বিষয়ক মন্ত্রী ইয়োনাস বোকা সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে হাঙ্গেরির আশ্রয়নীতি থেকে চলে যাওয়ার আবেদনের বিষয়টি জানান ৷ ইউরোপীয় ইউনিয়নের হোম অ্যাফেয়ার্স কমিশনার ইলফা ইয়োহানসনকে বিষয়টি জানানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি ৷
তিনি আরও জানান, তার দেশ নেদারল্যান্ডসকে অনুসরণ করতে চায় এবং এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে৷ তবে ইউনিয়নের শেনজেন ভিসা জোনে থাকার জন্য তার দেশ প্রতিশ্রুতিবদ্ধ বলেও মন্তব্য করেন তিনি ৷
হাঙ্গেরির এই মন্ত্রী আরো বলেন, ‘‘নিজের সীমান্ত সুরক্ষিত রাখতে এবং অনিয়মিত অভিবাসন, যা দেশের নিরাপত্তার জন্য ঝুঁকি তা ঠেকাতে হাঙ্গেরি কঠোর পদক্ষেপ নিতে দৃঢ় প্রতিজ্ঞ৷’’ আর ‘অনিয়মিত অভিবাসন’ ঠেকাতে জাতীয় পর্যায়ে ‘অভিবাসন বিষয়ে শক্ত পদক্ষেপই একমাত্র পথ’ বলেও মন্তব্য করেন তিনি ৷
তবে হাঙ্গেরি ও নেদারল্যান্ডস ইউনিয়নের এই অভিন্ন নীতিমালা মেনে নেওয়ার বাধ্যবাধকতা থেকে বেরিয়ে আসতে হতে পারবে কি না সে বিষয়টি নিশ্চিত নয় ৷ নিয়ম অনুযায়ী এজন্য জোটের ২৭ সদস্য দেশের অনুমতির প্রয়োজন হবে৷ অবশ্য জোটের দেশগুলো এরইমধ্যে আশ্রয় আবেদন নীতির সংস্কারের পক্ষে একমত হয়েছে ৷
কবির আহমেদ/ইবিটাইমস