টাঙ্গাইল প্রতিনিধিঃ মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, লৌহজং নদীসহ বিভিন্ন জলাশয়গুলো দখল, দুষিত ও ভরাট হয়ে গেছে। এগুলোকে উদ্ধার ও দুষনমুক্ত করে মাছের উৎপাদন বৃদ্ধি করা হবে।
তিনি আজ দুপুরে টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার পোল্ট্রি, গবাদিপশু ও মৎস্য খামারীদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোস্তফা আব্দুল্লাহ আল নূরের সভাপতিত্বে মত বিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, টাঙ্গাইল জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম ফেরদৌস আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শফিকুল ইসলাম মানিক, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রমুখ।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস