অস্ট্রিয়ান পিপলস পার্টির (ÖVP) প্রধান কার্ল নেহামার ও সোস্যালিস্ট পার্টি অস্ট্রিয়ার (SPÖ) প্রধান আন্দ্রেয়াস বাবলার প্রেসিডেন্টের সাথে বৈঠক করেছেন
ভিয়েনা ডেস্কঃ সোমবার (৭ অক্টোবর) অস্ট্রিয়ার ফেডারেল প্রেসিডেন্ট আলেকজান্ডার ফান ডার বেলেনের সাথে প্রেসিডেন্ট ভবন হোফবুর্গে দেশের অন্যতম শীর্ষ দুই দলের প্রধান নেহামার (ÖVP) ও বাবলার (SPÖ) রুদ্ধদার বৈঠক করেছেন। এর আগে গত শুক্রবার (৪ অক্টোবর) বৈঠক করেন অস্ট্রিয়ার নির্বাচনে বিজয়ী ফ্রিডম পার্টির (FPÖ) প্রধান হার্বার্ট কিকল।
অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানায়,সোমবার ফেডারেল প্রেসিডেন্ট আলেকজান্ডার ফান ডার বেলেন জাতীয় কাউন্সিল (সংসদ) নির্বাচনের পরে সংসদীয় দলগুলির নেতাদের সাথে আলোচনার ম্যারাথন অব্যাহত রেখেছেন।
ফান ডার বেলেন হোফবুর্গের অতিথি ÖVP প্রধান কার্ল নেহামারের সাথে আজ প্রায় দেড় ঘন্টা রুদ্ধদার বৈঠক করেন। তবে বৈঠকের পর নেহামার কোনও
সংবাদ সম্মেলন করেননি। তবে তিনি বাহিরে অপেক্ষমান সাংবাদিকদের শুধু বলেন, আমাদের মধ্যে কথোপকথনটি “বিশ্বস্ত ছিল”। তবে ÖVP থেকে বলা হয়েছে আগামীকাল মঙ্গলবার SPÖ প্রধান বাবলারের সাথে বৈঠকের পর অথবা বুধবার কার্ল নেহামার এক সংবাদ সম্মেলনে কথা বলবেন।
কার্ল নেহামারের পর বিকালে ফেডারেল প্রেসিডেন্ট আলেকজান্ডার ফান ডার বেলেন অস্ট্রিয়ার অন্যতম শীর্ষ রাজনৈতিক দল অস্ট্রিয়ান সোস্যালিস্ট পার্টির (SPÖ) প্রধান আন্দ্রেয়াস বাবলারের সাথে রুদ্ধদার বৈঠক করেন। তবে বৈঠকের পর বাবলারও সাংবাদিকদের সাথে কোনও কথা বলেননি।
আগামীকাল মঙ্গলবার (৮ অক্টোবর) ফান ডার বেলেন NEOS প্রধান বিটে মেইনল-রিসিঞ্জার এবং গ্রিন পার্টির (Grünen) প্রধান ভার্নার কোগলারের সাথে শেষ সংলাপ করবেন। এপিএ আরও জানায়,তারপরেই জানা যাবে, ফান ডার বেলেন সরকার গঠনের নির্দেশ দিয়েছেন কিনা বা তিনি দলগুলোর মধ্যে আলোচনার জন্য অপেক্ষা করবেন কিনা।
এবছর অস্ট্রিয়ার জাতীয় সংসদ নির্বাচনের পর কোনও দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায় নি। নির্বাচনে প্রায় ২৯ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করে FPÖ। তারপর প্রায় ২৬ শতাংশ ÖVP, প্রায় ২১ শতাংশ SPÖ, NEOS প্রায় ৯ শতাংশ এবং Grünen পায় প্রায় ৮ শতাংশ।
নির্বাচনের পর এবছর কোয়ালিশন সরকার গঠনের শুরুর অবস্থানটি বিশেষভাবে জটিল, কারণ অন্য কোনো দলই হার্বার্ট কিকল-এর অধীনে FPÖ-এর সাথে জোট গঠন করতে চাচ্ছে না। অন্যদিকে, ÖVP এবং SPÖ-এর কোয়ালিশন সরকার গঠন করতে মাত্র এক শতাংশ ভোট কম আছে।
কাজেই এই দুই দল কোয়ালিশন সরকার গঠন করতে পারবে না। যদি সরকার গঠন করতে হয় তাহলে Grünen বা NEOS কে নিয়ে তিনদলের কোয়ালিশন সরকার গঠন করতে হবে। অবশ্য Grünen এর পক্ষ থেকে ÖVP ও SPÖ এর সাথে কোয়ালিশন সরকার গঠন করতে,তাদের কোনও আপত্তি নাই বলে জানিয়েছে।
যদি ÖVP, SPÖ ও Grünen এর তিনদলীয় জোট সরকার গঠিত হয়, তাহলে সরকার প্রধান চ্যান্সেলর হিসাবে থাকবে ÖVP প্রধান কার্ল নেহামার এবং সরকারের উপ প্রধান ভাইস চ্যান্সেলর হিসাবে আসবে SPÖ প্রধান আন্দ্রেয়াস বাবলার এবং Grünen ভাইস চ্যান্সেলর পদ ছেড়ে দিয়ে অন্য কোনও দুয়েকটি
মন্ত্রণালয় পাবে।
কবির আহমেদ/ইবিটাইমস