টাঙ্গাইল প্রতিনিধিঃ “জন্ম-মৃত্যু নিবন্ধন আনবে দেশে সুশাসন” প্রতিপাদ্যে আজ সারাদেশের মতো টাঙ্গাইলেও জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শরিফা হক।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদর উপজেলার ভারপ্রাপ্ত নিবাহী অফিসার রহুল আমিন শরিফ ও জেলা তথ্য অফিসার তাহলিমা জান্নাত।
আলোচনা সভায় বক্তারা তাদের সংক্ষিপ্ত বক্তব্যে, জন্ম ও মৃত্যু নিবন্ধনকরণের গুরুত্বতা উপস্থাপন করেন। শিশু জন্মগ্রহণের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করার নির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে সভায় সকল শ্রেনী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস