ঝালকাঠিতে নিরাপদ পরিবেশে আসন্ন দূর্গাপূজা উদযাপনে সনাতন ধর্মালম্বীদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়ন পরিষদে নিরাপদ পরিবেশে আসন্ন দূর্গাপূজা উদযাপনে সনাতন ধর্মালম্বী নেতৃবৃন্দের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর সহায়তায় এবং ইউকে-এর এফসিডিও-এর অর্থায়নে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম (এমএএফ) সনাতন ধর্মালম্বী নেতৃবৃন্দের সাথে আলোচনা সভায় প্রধান অতিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন অফিস-ইন-চার্জ,  মো. শহীদুল ইসলাম, জাতীয় পার্টির সভাপতি মুক্তিযোদ্ধা এড. আনোয়ার হোসেন আনু, এমএএফ সদস্য আনিসুর রহমান তাপু, জেলা বিএনপির মহিলা দলেল সম্পাদক শাকিনা আলম লিজা, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালেরডেপুটি ডিরেক্টর হাফিজুর রহমান, সাংবাদিক মানিক রায় ও অলোক সাহা, ভারপ্রাপ্ত শেখেরহাট ইউপি চেয়ারম্যান শামীম আহমেদ ছিলেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এমএএফ দপ্তর সম্পাদক কে,এম জুয়েল। সভায় এমএএফ-এর পক্ষে সঞ্চালনা করেন মো. মিজানুর রহমান মুবিন। সভায় পূজা উদযাপন কমিটির হিন্দু সম্প্রদায়ের নেত্রীবৃন্দ ইউনিয়নভূক্ত এলাকার মসজিদের ইমাম, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। ঝালকাঠি জেলার মধ্যে শেখের হাট ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মানুষের আধিক্য রয়েছে অন্যান্য জায়গার তুলনায়। এখানে ১০ টি পূজা মন্ডপ হবে, তাই শেখেরহাট ইউনিয়নকে কেন্দ্র করে এই উদ্যোগ গ্রহণ করে এমএএফ ঝালকাঠি।

এই সভার মাধ্যমে সংশ্লিষ্ট কতৃপক্ষের সাথে সমন্বয় করে দূর্গাপূজার সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ নিশ্চিতে কাজ করার প্রতিজ্ঞা ব্যক্ত করে এমএএফ সদস্যরা এবং একই সাথে দায়িত্বশীল কতৃপক্ষকে এই বিষয়ে সার্বিক সহায়তা প্রদান ও সনাতন ধর্মালম্বীদের নিশ্চয়তা প্রদান করার অঙ্গীকার ব্যক্ত করে এমএএফ। সভায় অন্যদের মধ্যে ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ তৌফিকুল ইসলাম, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা সাইদুর রহমান, শেখেরহাট দূর্গা পূজা কমিটির ইউনিয়ন সভাপতি তপু দাস প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা সকলেই নিরাপদে পূজা উদযাপনের জন্য সকলের সহযোগিতার আহ্বান জনান ও যার যার জায়গা থেকে সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন৷

প্রধান অথিতির বক্তব্যে ফারহানা ইয়াসমিন, বলেন, “৫ আগস্টের পর আমরা হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে একটু চিন্তিত। আমরা মনে করি, এখনই দেখানোর সময় যে আমরা অসাম্প্রদায়িক জাতি। আমরা যেন বর্তমান সময়কে কেন্দ্র করে আমাদের সাহায্যের হাতটি আরেকটু বেশি বাড়িয়ে দেই।” তিনি পূজার আগে সব মন্দির ঘুরে দেখার কথাও বলেন।

অফিস-ইন-চার্জ মো. শহীদুল ইসলাম বলেন, “আমাদের পুলিশের দিক দিয়ে সব ধরনের সতর্কতা ও সহযোগিতা থাকবে। যাতে কোন দূর্ঘটনা না ঘটে সেই মর্মে সার্বিক সহযোগিতার জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হবে।” একই সাথে স্বেচ্ছাসেবকদের গলায় কার্ড ঝুলানোর আহ্বান জানান মো. শহীদুল ইসলাম।

বাধন রায়/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »