ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও র্যালি আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত আলোচনা সভায় ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ আশরাফুর রহমান প্রধান অতিথি ছিলেন । বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার উজ্জল কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সাজিয়া আফরোজ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ রুহুল আমিন। সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার সুনীল চন্দ্র সেন।
অন্যদের মধ্যে ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম, উদ্ভোধন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান পলাশ, নথুল্লাবাদ মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক নেতা তোফাজ্জল হোসেনসহ শিক্ষক নেত্রীবৃন্দ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, শিক্ষকরা জাতির মেরুদন্ড কিন্তু বর্তমানে শিক্ষা ব্যবস্থায় অনৈতিকতা অনুপ্রবেশের ফলে শিক্ষকদের মূল্যায়ন নানা ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং এখন ছাত্রদের মধ্যে শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শন ও পড়ালেখার ক্ষেত্রে মনোযোগী না হওয়ায় শিক্ষা ব্যবস্থাটা এলোমেলো হয়ে পড়েছে এবং এই অবস্থা থেকে উত্তোরণ করে ছাত্র-শিক্ষকের স্ব স্ব জায়গায় ফিরিয়ে এনে শিক্ষার মান উন্নয়ন করতে হবে।
বাধন রায়/ইবিটাইমস