কুমিল্লার হোমনা উপজেলায় ক্যান্সারে আক্রান্ত রোগীর চিকিৎসা সহায়তায় পরিবারে অটোগাড়ি প্রদান

কুমিল্লা জেলার হোমনা উপজেলার ভি‌টি কাল‌মিনা গ্রা‌মের ক্যান্সারে আক্রান্ত রবু মিয়ার চি‌কিৎসা সহায়তা ও পুনর্বাসনের জন্য এই ভিন্নধর্মী উদ্যোগ নেয় বিভিন্ন মানবাধিকার সংগঠন

ইবিটাইমস ডেস্কঃ রবিবার (৬ অক্টোবর) কুমিল্লা জেলার হোমনা উপজেলার মানবাধিকার সংগঠন ‘হোমনা মানবিক ফাউন্ডেশন”, “ভিটিকালমিনা যুব ও প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন” এবং বীর ম‌ু‌ক্তিযোদ্ধা আবু মুছা ফাউন্ডেশনের পক্ষ থেকে ক্যান্সারে আক্রান্ত রবু মিয়ার পরিবারের কাছে একটি নতুন অটোগাড়ি হস্তান্তর করা হয়।

উল্লেখ্য যে,উপজেলার ভিটি কালমিনা গ্রামের রবু মিয়ার শরীরে ক্যান্সার ধরার পর চিকিৎসার খরচ মিটাতে তার পরিবার অক্ষম হয়ে পড়ে। কারন তিনিই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। এমতাবস্থায় উপজেলার মানবাধিকার সংগঠন ‘হোমনা মানবিক ফাউন্ডেশন”, “ভিটিকালমিনা যুব ও প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন” এবং বীর ম‌ু‌ক্তিযোদ্ধা আবু মুছা ফাউন্ডেশন রবু মিয়ার সাহায্যে এগিয়ে আসে।

হোমনার বীর ম‌ু‌ক্তিযোদ্ধা আবু মুছা ফাউন্ডেশনের সভাপতি অস্ট্রিয়া প্রবাসী মামুন হাসান অন্যান্য মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করে রবু মিয়ার পরিবারকে নগদ অর্থ প্রদান না করে, তার কিশোর ছেলেকে একটি নতুন অটোগাড়ি ক্রয় করে দেয়ার সিদ্ধান্ত নেন। যার আয় দিয়ে রবু মিয়ার দীর্ঘস্থায়ী স্থায়ী চিকিৎসা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

উপরোক্ত সংগঠন সমূহ তাদের এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য গত প্রায় একমাস ব্যাপী দেশে ও বিদেশে প্রবাসীদের নিয়ে একটি ফান্ড গঠনের সিদ্ধান্ত নেন। তাদের এই উদ্যোগে ব্যাপক সাড়া পাওয়া গেছে। অস্ট্রিয়া থেকেও বিপুল সংখ্যক প্রবাসী এই মহতী কাজে আর্থিক অনুদান প্রদান করেন। গাড়ি ক্রয় করার পর উদ্বৃত্ত বাকী অর্থ রবু মিয়ার চিকিৎসার জন্য দেয়া হয়েছে।

রবু মিয়ার ছে‌লেকে অ‌টোগা‌ড়ি‌টি নিয়‌মিত চালা‌নোর জন‌্য পরিবারের কাছে বু‌ঝি‌য়ে দেয়ার সময় অসুস্থ রবু মিয়া,পরিবারের অন্যান্য সদস্য এবং উপরোক্ত
মানবাধিকার সংগঠন সমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইউরো বাংলা টাইমসের নির্বাহী সম্পাদক (আন্তর্জাতিক) কবির আহমেদ এর সাথে এক সাক্ষাতকারে বাংলাদেশ অস্ট্রিয়া সমিতি ও অস্ট্রিয়া কুমিল্লা সমিতির সাবেক সভাপতি এবং বীর ম‌ু‌ক্তিযোদ্ধা আবু মুছা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মামুন হাসান এই রকম একটি মহৎ কাজে যারা অর্থ,সময় ,পরামর্শ এবং পরিশ্রম দিয়ে সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

কবির আহমেদ/ইবিটাইমস 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »