লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

ভোলা দক্ষিণ প্রতিনিধি: শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গিকার” এ প্রতিপাদ্যে মানুষ গড়ার কারিগর শিক্ষকদের সম্মানে ভোলার লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস-২৪ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার  (০৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন লালমোহন ভোলা’র  আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

এতে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষকগণসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকগণ অংশগ্রহণ করেন। পরে উপজেলা প্রশাসন হল রুমে    আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম’র সভাপতিত্বে সভায় বক্তারা  বলেন, শিক্ষকগণ মানুষ গড়ার কারিগর। যে জাতি যত শিক্ষিত, সে জাতি তত উন্নত। আর শিক্ষিত উন্নত জাতি গঠনে শিক্ষকদের অবদান অনস্বীকার্য।

এ সময় আরও উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি এহসানুল হক শিপন,  একাডেমিক সুপারভাইজার মদন মোহন মন্ডল, লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ মোঃ মোশাররফ হোসাইন, গজারিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ মোঃ রফিকুল ইসলাম খাঁন, গজারিয়া ডিগ্রি কলেজে সাবেক অধ্যক্ষ মো.ফরিদ উদ্দিনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অধ্যক্ষ,প্রধান শিক্ষকসহ আরও অনেক।

শেষ অবঃপ্রাপ্ত শিক্ষক ও প্রথম শ্রেণির ২৫ জন শিক্ষকের মাঝে ক্রেস্ট  প্রধান করা হয়।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »