রুমানিয়া থেকে হাঙ্গেরিতে প্রবেশের সময় ৪৩ বাংলাদেশিসহ আটক ৬০ অভিবাসী

পুলিশের চোখ ফাঁকি দিয়ে রুমানিয়া থেকে হাঙ্গেরিতে ঢুকতে গিয়ে আটক হয়েছেন ৪৩ জন বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৬০ জন অভিবাসী৷ দুটি আলাদা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রুমানিয়ার সীমান্ত পুলিশ

ইউরোপ ডেস্কঃ শুক্রবার (৪ অক্টোবর) ইউরোপের বিভিন্ন ভাষায় প্রকাশিত অভিবাসন বিষয়ক সংবাদ মাধ্যম ইনফোমাইগ্রেন্টস তাদের এক প্রতিবেদনে জানায়, সম্প্রতি রুমানিয়ার সীমান্ত পুলিশের এক বিজ্ঞপ্তিতে বলা হয় গত সোমবার ভোর সাড়ে চারটার দিকে ভারসান্ড বর্ডার পয়েন্ট কর্মরত সীমান্তরক্ষীরা ২২ জন বিদেশি নাগরিককে শনাক্ত করেছেন ৷ তারা অনিয়মিত পথে হাঙ্গেরি সীমান্ত পার হওয়ার চেষ্টা করছিলেন৷ অভিবাসীদের সবাই সীমান্তের উগ্রিন জোনে রাখা একটি গাড়িতে লুকিয়ে ছিলেন ৷

২২ অভিবাসীর মধ্যে আট জনের একটি দলকে এক রুমানিয়ান নাগরিকের গাড়ি থেকে উদ্ধার করা হয়৷ রুমানিয়ায় নিবন্ধিত গাড়িটি নিয়ে সীমান্ত ছেড়ে যেতে ভারসান্ড বর্ডার পয়েন্টে হাজির হয়েছিলেন গাড়ি চালক৷ তিনি রুমানিয়া-ইতালি যাচ্ছিলেন বলে জানিয়েছেন৷ ওইসময় গাড়ির ভেতর থেকে আট জনকে খুঁজে বের করে পুলিশ ৷

পুলিশি জিজ্ঞাসাবাদ শেষে জানা গেছে, আট অভিবাসীর সবার বয়স ২১ থেকে ৩৬ বছর ৷ তারা সবাই বাংলাদেশি নাগরিক ৷ তাদের সবাই কাজের অনুমতি নিয়ে নিয়মিত পথে রুমানিয়ায় এসেছেন ৷

ওইদিনই টার্নু বর্ডার পুলিশ সেক্টরের কর্মকর্তারা সীমান্ত থেকে প্রায় ১০০ মিটার দূরে একটি অভিযান চালায়৷ আগে থেকেই সেখানে নজর রাখছিলেন তারা৷ এসময়, কয়েকজনকে লোককে হাঙ্গেরির দিকে হেঁটে যেতে দেখলে বাধা দেয় পুলিশ ৷

জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ নিশ্চিত হয়েছে যে, সংশ্লিষ্ট ১৪ জন বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসী ৷ তারা পাকিস্তান এবং নেপালের নাগরিক৷ সীমান্ত এলাকায় হাঁটার বিষয়ে কোনো গ্রহণযোগ্য উত্তর দিতে পারেননি তারা৷ গত মঙ্গলবার (২৮ নভেম্বর) আরেকটি বিজ্ঞিপ্তিতে সীমান্ত পুলিশ জানায়, দুটি আলাদা অভিযানে আরাদ অঞ্চলের নাদলাক-২ এবং বোরস-২ সীমান্ত থেকে ৩৮ জন অভিবাসীকে শনাক্ত করা করেছে স্থানীয় সীমান্তরক্ষীরা ৷

এতে বলা হয়েছে, মঙ্গলবার ভোররাত তিনটায় নাদলাক-২ বর্ডার পয়েন্টে একজন তুর্কি নাগরিক তুরস্কে নিবন্ধিত একটি গাড়ি নিয়ে সীমান্ত আসেন ৷ তিনি তুরস্ক-নরওয়ে রুটে গ্যালভানাইজড স্টিলের পণ্য পরিবহনের কথা জানান ৷ কিন্তু গাড়িটি চেক করার পর কার্গোর ভেতর থেকে ১৪ জন ব্যক্তিকে বের করে আনে পুলিশ ও শুল্ক কর্মকর্তারা৷ নথি চেক করার পর গাড়ির ভেতরে থাকা সবাই বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত হয়েছে পুলিশ৷ তাদের বয়স ২০ থেকে ৪১ বছরের মধ্যে ৷

মঙ্গলবার দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয় বোরস-২ বর্ডার ক্রসিং পয়েন্টে৷ সেখানে আসা একটি গাড়িকে সন্দেহ হলে যাচাই করার সিদ্ধান্ত নেয় সীমান্ত কর্তৃপক্ষ৷ একজন লিথুয়ানিয়ান নাগরিক লরিটি চালাচ্ছিলেন ৷ সীমান্তরক্ষীরা এক পর্যায়ে কার্গো বগিতে লুকিয়ে রাখা ২১ জন বিদেশি নাগরিককে খুঁজে পান৷ প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার সময় পুলিশ নিশ্চিত হয়েছে, তাদের সবাই বাংলাদেশি নাগরিক ৷

সবশেষ অভিযানটি পরিচালিত হয় দেশটির মাইকেল ভ্যালিতে৷ ওই সময় স্থানীয় সীমান্তরক্ষীরা সীমান্ত থেকে প্রায় ১০০ মিটার দূরে তিন জনকে হেঁটে যেতে দেখার পর জিজ্ঞাসাবাদ করেন৷ এক পর্যায়ে ওই ব্যক্তিরা বলেন তারা ভারত ও পাকিস্তানের নাগরিক ৷

সোমবার ও মঙ্গলবার আটক হওয়া অভিবাসীদের সবার বিরুদ্ধে বেআইনি উপায়ে রোমানিয়া ছাড়ার চেষ্টার অভিযোগ দায়ের করা হবে ৷ আর গাড়ির চালকদের বিরুদ্ধে মানবপাচারের আইনি অভিযোগ দায়ের করবে পুলিশ৷ আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নির্দিষ্ট বিচারিক পদক্ষেপ ঘোষণা করবে কর্তৃপক্ষ ৷

কবির আহমেদ/ইবিটাইমস/এম আর 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »