ভিয়েনা ০১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইলের মির্জাপুরে মাইক্রোবাসসহ দুই ডাকাত গ্রেফতার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৫৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
  • ২০ সময় দেখুন
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে মাইক্রোবাসসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে মির্জাপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়। এরআগে ১ অক্টোবর রাতে ডিবি পুলিশ পরিচয়ে উপজেলা বাওয়ার কুমারজানি গ্রামের মিজানুর রহমানকে ইয়াবা ব্যবসায়ি বানিয়ে ও উঠিয়ে নিয়ে নগদ ১ লাখ ৭৬ হাজার টাকাসহ ৫টি মোবাইল ফোন ডাকাতির মামলায় তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-সিরাজগঞ্জ সদর উপজেলার পশ্চিম গজারিয়া গ্রামের মো. ইনছাব আলীর ছেলে সুমন (৩২) ও একই এলাকার মৃত. সোলায়মান শেখের ছেলে মো. শরীফুল ইসলাম। এ সময় তাদের কাছ থেকে লুন্ঠিত ২৫ হাজার ৭২০টাকা ও সিলভার রংয়ের একটি হাইয়েচ মাইক্রোবাস উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের তথ্য প্রযুক্তি ব্যবহারে মাধ্যমে তাদের গ্রেফতার করা হয়। তারা  মির্জাপুর উপজেলার কদির দেওহাটা এলাকার আবুল মাস্টারের বাড়ির ভাড়াটিয়া।
বৃহস্পতিবার দুপুরে প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন।
প্রেস রিলিজে জানা যায়, ১ অক্টোবর রাত সোয়া ৯টার দিকে উপজেলা বাওয়ার কুমারজানি পূর্বপাড়ার আজাদ মিয়ার বাড়ির সামনে থেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ও তুই ইয়াবা ব্যবসা করিস অভিযোগে মিজানুর রহমান ও আরিফকে সাদা রংয়ের হাইয়েচ মাইক্রোবাস উঠিয়ে নেন গ্রেফতারকৃত ডাকাতরা।
এ সময় তাদের হ্যান্ডক্যাপ লাগিয়ে ও মারধর করে নগদ ১ লাখ ৭৬ হাজার টাকাসহ ৫টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে রাত ১১টা ১০ মিনিটের দিকে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা আন্ডারপাস এলাকার ফাঁকা জায়গায় অপহৃত দুইজন ফেলে রেখে পালিয়ে যায় ডাকাতরা। দুইদিন অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে ডাকাতিকাজে ব্যবহৃত সিলভার রংয়ের হাইয়েচ মাইক্রোবাসসহ লুন্ঠিত ২৫ হাজার ৭২০টাকা উদ্ধার করতে সক্ষম হন পুলিশ। গ্রেফতারকৃত ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 
জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলের মির্জাপুরে মাইক্রোবাসসহ দুই ডাকাত গ্রেফতার

আপডেটের সময় ০২:৫৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে মাইক্রোবাসসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে মির্জাপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়। এরআগে ১ অক্টোবর রাতে ডিবি পুলিশ পরিচয়ে উপজেলা বাওয়ার কুমারজানি গ্রামের মিজানুর রহমানকে ইয়াবা ব্যবসায়ি বানিয়ে ও উঠিয়ে নিয়ে নগদ ১ লাখ ৭৬ হাজার টাকাসহ ৫টি মোবাইল ফোন ডাকাতির মামলায় তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-সিরাজগঞ্জ সদর উপজেলার পশ্চিম গজারিয়া গ্রামের মো. ইনছাব আলীর ছেলে সুমন (৩২) ও একই এলাকার মৃত. সোলায়মান শেখের ছেলে মো. শরীফুল ইসলাম। এ সময় তাদের কাছ থেকে লুন্ঠিত ২৫ হাজার ৭২০টাকা ও সিলভার রংয়ের একটি হাইয়েচ মাইক্রোবাস উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের তথ্য প্রযুক্তি ব্যবহারে মাধ্যমে তাদের গ্রেফতার করা হয়। তারা  মির্জাপুর উপজেলার কদির দেওহাটা এলাকার আবুল মাস্টারের বাড়ির ভাড়াটিয়া।
বৃহস্পতিবার দুপুরে প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন।
প্রেস রিলিজে জানা যায়, ১ অক্টোবর রাত সোয়া ৯টার দিকে উপজেলা বাওয়ার কুমারজানি পূর্বপাড়ার আজাদ মিয়ার বাড়ির সামনে থেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ও তুই ইয়াবা ব্যবসা করিস অভিযোগে মিজানুর রহমান ও আরিফকে সাদা রংয়ের হাইয়েচ মাইক্রোবাস উঠিয়ে নেন গ্রেফতারকৃত ডাকাতরা।
এ সময় তাদের হ্যান্ডক্যাপ লাগিয়ে ও মারধর করে নগদ ১ লাখ ৭৬ হাজার টাকাসহ ৫টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে রাত ১১টা ১০ মিনিটের দিকে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা আন্ডারপাস এলাকার ফাঁকা জায়গায় অপহৃত দুইজন ফেলে রেখে পালিয়ে যায় ডাকাতরা। দুইদিন অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে ডাকাতিকাজে ব্যবহৃত সিলভার রংয়ের হাইয়েচ মাইক্রোবাসসহ লুন্ঠিত ২৫ হাজার ৭২০টাকা উদ্ধার করতে সক্ষম হন পুলিশ। গ্রেফতারকৃত ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস