ভিয়েনা ০৮:২৪ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাকের শিক্ষা তরী এখন ঝালকাঠির কাঠালিয়া উপজেলায়

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৫২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪
  • ৪৬ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলা হাসপাতাল সংলগ্ন ঘাটে “ব্র‍্যাক শিক্ষা তরী” কার্যক্রমের উদ্বোধন করেন কাঠালিয়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম। তিনি বিজ্ঞান, গণিত ও মূল্যবোধ- এই তিনটি তরী ঘুরে দেখেন এবং তরীতে অংশ নেয়া শিক্ষার্থীদের সাথে কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, স্থানীয় বিদ্যালয় ও কলেজের শিক্ষকবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

ব্র‍্যাকের জেলা সমন্বয়ক রিসান রেজা মোঃ সাহেদ-এর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন ব্র‍্যাক শিক্ষা কর্মসূচির প্রজেক্ট ম্যানেজার প্রদীপ কুমার রায় ও কর্মসূচি সংগঠক মো: সোহেল মোল্লা। জেলা সমন্বয়ক জানান, শুধুমাত্র শুক্রবার এবং সরকারী ছুটি ব্যতীত আগামী ১৪ অক্টোবর অব্দি নোঙর করা ঘাটে সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত তরীগুলো প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

ব্র‍্যাক শিক্ষা কর্মসূচির আওতায় পরিচালিত তরীগুলো গণিত, বিজ্ঞান ও মূল্যবোধ বিষয়ক নানা উপকরণ যেমন: ভগ্নাংশের হিসাব, জ্যামিতিক পরিমাপের বাস্তবিক প্রয়োগ, বাস্তব জীবনে বিভিন্ন বৈজ্ঞানিক সূত্রের প্রয়োগ, সাপলুডুর মাধ্যমে মূল্যবোধ শিক্ষা ইত্যাদি আকর্ষণীয় উপকরণের মাধ্যমে সাজানো।

আনন্দের সাথে, খেলার ছলে এবং তাত্ত্বিক জ্ঞানের প্রয়োগ ঘটিয়ে তরীগুলোতে গিয়ে শিক্ষার্থীরা যাতে হাতে-কলমে শেখার সুযোগ পায় সেই ব্যবস্থা রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার তরীগুলো পরিদর্শন শেষে বলেন, “ব্র‍্যাকের কার্যক্রমটি নিঃসন্দেহে প্রশংসাযযোগ্য এবং ছাত্রছাত্রীদের জন্য উপকারী। কার্যক্রমটি স্থানীয় শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান লাভের সুযোগ করে দিয়েছে।”

বাধন রায়/ইবিটাইমস 

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ব্রাকের শিক্ষা তরী এখন ঝালকাঠির কাঠালিয়া উপজেলায়

আপডেটের সময় ১১:৫২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলা হাসপাতাল সংলগ্ন ঘাটে “ব্র‍্যাক শিক্ষা তরী” কার্যক্রমের উদ্বোধন করেন কাঠালিয়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম। তিনি বিজ্ঞান, গণিত ও মূল্যবোধ- এই তিনটি তরী ঘুরে দেখেন এবং তরীতে অংশ নেয়া শিক্ষার্থীদের সাথে কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, স্থানীয় বিদ্যালয় ও কলেজের শিক্ষকবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

ব্র‍্যাকের জেলা সমন্বয়ক রিসান রেজা মোঃ সাহেদ-এর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন ব্র‍্যাক শিক্ষা কর্মসূচির প্রজেক্ট ম্যানেজার প্রদীপ কুমার রায় ও কর্মসূচি সংগঠক মো: সোহেল মোল্লা। জেলা সমন্বয়ক জানান, শুধুমাত্র শুক্রবার এবং সরকারী ছুটি ব্যতীত আগামী ১৪ অক্টোবর অব্দি নোঙর করা ঘাটে সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত তরীগুলো প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

ব্র‍্যাক শিক্ষা কর্মসূচির আওতায় পরিচালিত তরীগুলো গণিত, বিজ্ঞান ও মূল্যবোধ বিষয়ক নানা উপকরণ যেমন: ভগ্নাংশের হিসাব, জ্যামিতিক পরিমাপের বাস্তবিক প্রয়োগ, বাস্তব জীবনে বিভিন্ন বৈজ্ঞানিক সূত্রের প্রয়োগ, সাপলুডুর মাধ্যমে মূল্যবোধ শিক্ষা ইত্যাদি আকর্ষণীয় উপকরণের মাধ্যমে সাজানো।

আনন্দের সাথে, খেলার ছলে এবং তাত্ত্বিক জ্ঞানের প্রয়োগ ঘটিয়ে তরীগুলোতে গিয়ে শিক্ষার্থীরা যাতে হাতে-কলমে শেখার সুযোগ পায় সেই ব্যবস্থা রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার তরীগুলো পরিদর্শন শেষে বলেন, “ব্র‍্যাকের কার্যক্রমটি নিঃসন্দেহে প্রশংসাযযোগ্য এবং ছাত্রছাত্রীদের জন্য উপকারী। কার্যক্রমটি স্থানীয় শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান লাভের সুযোগ করে দিয়েছে।”

বাধন রায়/ইবিটাইমস