টাঙ্গাইল প্রতিনিধিঃ সারাদেশের মতো টাঙ্গাইলেও আজ শুভ মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয় দূর্গোৎসবের দেবীপক্ষ। সকালে টাঙ্গাইল পৌর শহরের থানাপাড়া সর্বজনীন মন্দিরে শুভ মহালয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হিন্দু ছাত্র মহাজোট টাঙ্গাইল জেলা শাখার আয়োজনে চন্ডি পাঠের মধ্যদিয়ে শুরু হয় শুভ মহালয়ার আনুষ্ঠানিকতা। ভক্তদের অংশগ্রহনে করা হয় দেবী দূর্গার আবাহন। শিল্পীরা সংগীত ও নৃত্যের মাধ্যমে ফুটেয়ে তোলেন অমরত্ব লাভের মধ্যদিয়ে স্বর্গলোকে মহিষাসুরের অত্যাচার, দেবী দূর্গার আভির্ভাব ও মহিষাসুর বধের কাহিনী।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস