ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলায় এবছরও বিগত বছরের ন্যায় শারদীয় দূর্গা পূজা মন্ডবের জন্য সরকার ৫০০ কেজি করে চাল বরাদ্দ করেছে। ঝালকাঠি জেলার ৪টি উপজেলায় ১৫৭টি পূজা মন্ডবে এবছর দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। এজন্য সরকার জেলায় ৭৮.৫০০ মে.টন চাল বরাদ্দ দিয়েছে। ঝালকাঠি সদর উপজেলায় ৭৪টি পূজা মন্ডবের জন্য ৩৭ মে.টন চাল, রাজাপুর উপজেলায় ১৯টি পূজা মন্ডবের জন্য ৯.৫০০ মে.টন চাল, কাঠালিয়া উপজেলায় ৪১টি পূজা মন্ডবের জন্য ২০.৫০০ মে.টন চাল এবং নলছিটি উপজেলায় ২৩টি পূজা মন্ডবের জন্য ১১.৫০০ মে.টন চাল বরাদ্দ দিয়েছে।
জেলায় বিগত বছরের চেয়ে এবছর শারদীয় দূর্গা পূজায় ১৯টি পূজা মন্ডব কমেছে। বিগত বছরে এই জেলায় ১৭৬খানা পূজা মন্ডবে শারদীয় দূর্গা পূজার আয়োজন হয়েছিল এবং এবছর এই সংখ্যা ১৫৭টিতে দাড়িয়েছে। সবচেয়ে বেশি এবং আশঙ্কাজনকভাবে কাঠালিয়া উপজেলায় পূজা মন্ডবের সংখ্যা কমেছে। কাঠালিয়া উপজেলায় সরকারি পরিবর্তনের পরে সেখানে সংখ্যালঘুদের উপর ভাঙচুর, অগ্নিসংযোগ, জবরদখলসহ লোহমর্ষক নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। এই প্রেক্ষিতে আস্থা হারানো হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিরা মানসিকভাবে বিপর্যস্ত থাকায় ও বর্তমান সময়ে তাদের মধ্যে অর্থনৈতিক সংকট থাকায় এই পূজা মন্ডবের সংখ্যা কমেছে বলে কাঠালিয়া উপজেলা হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিবর্গরা অভিমত প্রকাশ করেছেন। বর্তমানে এই উপজেলার বিভিন্ন হিন্দু পাড়ায় রাতে এখনো দলবেধে পাহাড়া দিতে হচ্ছে।
এ বছর ঝালকাঠি সদর উপজেলায় পৌরসভাসহ ৭৪টি পূজা মন্ডবে শারদীয় দূগার্ পূজার আয়োজন চূড়ান্ত করা হচ্ছে । বিগত ২০২৩ সালে এই সংখ্যা ছিল ৭৭টি। নলছিটি এবছর উপজেলায় পৌরসভাসহ ২৩টি পূজা মন্ডবে শারদীয় দূগার্ পূজার আয়োজন করা হচ্ছে। বিগত ২০২৩ সালে এই সংখ্যা ছিল ২২টি। পূর্বের চেয়ে এই উপজেলায় ১টি সংখ্যা বাড়ছে। রাজাপুর উপজেলায় এবছর ১৯টি পূজা মন্ডবে শারদীয় দূর্গা পূজার আয়োজন করা হচ্ছে এবং বিগত বছর এই সংখ্যা ছিল ২২টি। এবছর পূর্বের চেয়ে ৩টি কমেছে। কাঠালিয়া উপজেলায় এবছর ৪১টি পূজা মন্ডবে শারদীয় দূগার্ পূজার আয়োজন করা হচ্ছে এবং বিগত বছর এই সংখ্যা ছিল ৫৫টি। এবছর পূর্বের চেয়ে এই উপজেলায় ১৪টি কমেছে।
জেলা পুলিশ সুত্রে জানা গেছে এই ১৫৭টি পূজা মন্ডবকে গুরুত্বপূর্ণ, অধিকগুরুত্বপূর্ণ ও সাধারণ ক্যাটাগড়িতে ভাগ করে সেই অনুযায়ী আইনশৃঙ্খলা ফ্রেম ওয়ার্ক করা হচ্ছে। ঝালকাঠি সদর উপজেলায় ৭৪টি পূজা মন্ডবের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ২৮টি, গুরুত্বপূর্ণ ২২টি ও সাধারণ ২৪টি পূজা মন্ডব রয়েছে। অনুরূপ অধিক নলছিটি উপজেলায় ২৩টি পূজা মন্ডবের মধ্যে গুরুত্বপূর্ণ ১০টি, গুরুত্বপূর্ণ ৬টি ও সাধারণ ৭টি পূজা মন্ডব রয়েছে। রাজাপুর উপজেলায় উপজেলায় ১৯টি পূজা মন্ডবের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ৪টি, গুরুত্বপূর্ণ ৫টি ও সাধারণ ১০টি পূজা মন্ডব রয়েছে। কাঠালিয়া উপজেলায় উপজেলায় ৪১টি পূজা মন্ডবের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ৯টি, গুরুত্বপূর্ণ ৯টি ও সাধারণ ২৩টি পূজা মন্ডব রয়েছে।
বাধন রায়/ইবিটাইমস