ভিয়েনা ০৩:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

অস্ট্রিয়ায় নেহামার ও কোগলারের নেতৃত্বাধীন কোয়ালিশন সরকারের পদত্যাগ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:০৪:১০ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪
  • ২১ সময় দেখুন

জাতীয় সংসদ নির্বাচনের পর নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি তাদের পদত্যাগ পত্র গ্রহন করেন 

ভিয়েনা ডেস্কঃ বুধবার (২ অক্টোবর) অস্ট্রিয়ার ফেডারেল রাষ্ট্রপতি আলেকজান্ডার ফান ডার বেলেন এর কাছে চ্যান্সেলর কার্ল নেহামার (ÖVP) ও ভাইস চ্যান্সেলর ভার্নার কোগলার (Grünen) এর কোয়ালিশন সরকার একযোগে পদত্যাগ পত্র জমা দেন এবং রাস্ট্রপতি তা গ্রহন করেন। ফলে ÖVP ও Grünen এর কোয়ালিশন সরকারের পাঁচ বছরের ক্ষমতার অবসান হল।

তবে গত রবিবার (২৯ সেপ্টেম্বর) দেশের সংসদ নির্বাচনে যেহেতু কোনও দলই একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের যোগ্যতা অর্জন করতে পারে
নি,তাই পরবর্তী সরকার গঠিত না হওয়া পর্যন্ত অস্ট্রিয়ার রাস্ট্রপতির বিশেষ অধ্যাদেশে ও অনুরোধে সকল মন্ত্রীরা তাদের দায়িত্ব অব্যাহত পালন করে যাবে।

অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানায়,কোয়ালিশন সরকারের পদত্যাগের পর অস্ট্রিয়ার ফেডারেল রাষ্ট্রপতি আলেকজান্ডার ফান ডার বেলেন পরবর্তী সরকার গঠিত না হওয়া পর্যন্ত তাদেরকে অব্যাহত দায়িত্ব পালন করার অনুরোধ করে ক্ষমতা প্রদান করেন।

সংবাদ সংস্থাটি আরও জানায়, রাস্ট্রপতি ফান ডার বেলেন বুধবার ÖVP ও Grünen এর কোয়ালিশন সরকারকে বিলুপ্ত ঘোষণা করেছেন। একই সঙ্গে নতুন মন্ত্রিসভা না পাওয়া পর্যন্ত প্রশাসনকে অব্যাহত রাখার নির্দেশ দেন তিনি।

উল্লেখ্য যে,গত রবিবার অস্ট্রিয়ার সাধারণ নির্বাচনে অস্ট্রিয়ান ফ্রিডম পার্টি (FPÖ) ২৮.৮ শতাংশ ভোট পেয়ে প্রথম স্থান লাভ করে। তবে একক দলের সরকার গঠন করতে প্রয়োজন ৫০ শতাংশ ভোট। কাজেই এখন বরাবরের মতো কোয়ালিশন সরকার গঠন করতে রাস্ট্রপতি অস্ট্রিয়ার সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী শীর্ষ পাঁচটি দলের সাথে সংলাপে বসবেন।

অস্ট্রিয়ার রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ÖVP নির্বাচনে দ্বিতীয় স্থান লাভ করলেও এখন সরকার গঠনের মূল চাবি-কাঠি তাদের হাতেই। অর্থাৎ অস্ট্রিয়ান পিপলস পার্টি (ÖVP) যদি FPÖ এর সাথে কোয়ালিশন সরকার গঠন করতে চায়,তাহলে সরাসরি সরকার গঠন হয়ে যাবে। তবে ইতিমধ্যেই ÖVP এর সাধারণ সম্পাদক স্টকার জানিয়েছেন তারা FPÖ এর সাথে কোয়ালিশন সরকারে যাবে না।

উদ্ভূত পরিস্থিতিতে অনেকেই তিন দলের কোয়ালিশন সরকার গঠনের পরামর্শ দিয়েছেন। যেমন ÖVP, SPÖ ও Grünen অথবা ÖVP, SPÖ ও NEOS এর সাথে কোয়ালিশন সরকার। নির্বাচনে জয়লাভ করেও FPÖ সরকার গঠন করতে পারছে না। কঠোর রক্ষণশীল FPÖ নেতার সাথে কোনও দলই কোয়ালিশনে যেতে চাইছে না। তাছাড়াও FPÖ প্রধান হার্বার্ট কিকলকে কোনও দলই সরকার প্রধান হিসাবে মানতে চাচ্ছে না।

সরকারের পদত্যাগ পত্র গ্রহণের পর এক সংক্ষিপ্ত ভাষণে রাস্ট্রপতি আলেকজান্ডার ফান ডার বেলেন বলেন,আগামীকাল বৃহস্পতিবার (৩ অক্টোবর) থেকে
তিনি জাতীয় সংসদে নেতৃত্বকরী বিভিন্ন দলের প্রধানদের সাথে কোয়ালিশন সরকার গঠনের জন্য পৃথক পৃথক বৈঠক করবেন।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অস্ট্রিয়ায় নেহামার ও কোগলারের নেতৃত্বাধীন কোয়ালিশন সরকারের পদত্যাগ

আপডেটের সময় ০৮:০৪:১০ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪

জাতীয় সংসদ নির্বাচনের পর নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি তাদের পদত্যাগ পত্র গ্রহন করেন 

ভিয়েনা ডেস্কঃ বুধবার (২ অক্টোবর) অস্ট্রিয়ার ফেডারেল রাষ্ট্রপতি আলেকজান্ডার ফান ডার বেলেন এর কাছে চ্যান্সেলর কার্ল নেহামার (ÖVP) ও ভাইস চ্যান্সেলর ভার্নার কোগলার (Grünen) এর কোয়ালিশন সরকার একযোগে পদত্যাগ পত্র জমা দেন এবং রাস্ট্রপতি তা গ্রহন করেন। ফলে ÖVP ও Grünen এর কোয়ালিশন সরকারের পাঁচ বছরের ক্ষমতার অবসান হল।

তবে গত রবিবার (২৯ সেপ্টেম্বর) দেশের সংসদ নির্বাচনে যেহেতু কোনও দলই একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের যোগ্যতা অর্জন করতে পারে
নি,তাই পরবর্তী সরকার গঠিত না হওয়া পর্যন্ত অস্ট্রিয়ার রাস্ট্রপতির বিশেষ অধ্যাদেশে ও অনুরোধে সকল মন্ত্রীরা তাদের দায়িত্ব অব্যাহত পালন করে যাবে।

অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানায়,কোয়ালিশন সরকারের পদত্যাগের পর অস্ট্রিয়ার ফেডারেল রাষ্ট্রপতি আলেকজান্ডার ফান ডার বেলেন পরবর্তী সরকার গঠিত না হওয়া পর্যন্ত তাদেরকে অব্যাহত দায়িত্ব পালন করার অনুরোধ করে ক্ষমতা প্রদান করেন।

সংবাদ সংস্থাটি আরও জানায়, রাস্ট্রপতি ফান ডার বেলেন বুধবার ÖVP ও Grünen এর কোয়ালিশন সরকারকে বিলুপ্ত ঘোষণা করেছেন। একই সঙ্গে নতুন মন্ত্রিসভা না পাওয়া পর্যন্ত প্রশাসনকে অব্যাহত রাখার নির্দেশ দেন তিনি।

উল্লেখ্য যে,গত রবিবার অস্ট্রিয়ার সাধারণ নির্বাচনে অস্ট্রিয়ান ফ্রিডম পার্টি (FPÖ) ২৮.৮ শতাংশ ভোট পেয়ে প্রথম স্থান লাভ করে। তবে একক দলের সরকার গঠন করতে প্রয়োজন ৫০ শতাংশ ভোট। কাজেই এখন বরাবরের মতো কোয়ালিশন সরকার গঠন করতে রাস্ট্রপতি অস্ট্রিয়ার সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী শীর্ষ পাঁচটি দলের সাথে সংলাপে বসবেন।

অস্ট্রিয়ার রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ÖVP নির্বাচনে দ্বিতীয় স্থান লাভ করলেও এখন সরকার গঠনের মূল চাবি-কাঠি তাদের হাতেই। অর্থাৎ অস্ট্রিয়ান পিপলস পার্টি (ÖVP) যদি FPÖ এর সাথে কোয়ালিশন সরকার গঠন করতে চায়,তাহলে সরাসরি সরকার গঠন হয়ে যাবে। তবে ইতিমধ্যেই ÖVP এর সাধারণ সম্পাদক স্টকার জানিয়েছেন তারা FPÖ এর সাথে কোয়ালিশন সরকারে যাবে না।

উদ্ভূত পরিস্থিতিতে অনেকেই তিন দলের কোয়ালিশন সরকার গঠনের পরামর্শ দিয়েছেন। যেমন ÖVP, SPÖ ও Grünen অথবা ÖVP, SPÖ ও NEOS এর সাথে কোয়ালিশন সরকার। নির্বাচনে জয়লাভ করেও FPÖ সরকার গঠন করতে পারছে না। কঠোর রক্ষণশীল FPÖ নেতার সাথে কোনও দলই কোয়ালিশনে যেতে চাইছে না। তাছাড়াও FPÖ প্রধান হার্বার্ট কিকলকে কোনও দলই সরকার প্রধান হিসাবে মানতে চাচ্ছে না।

সরকারের পদত্যাগ পত্র গ্রহণের পর এক সংক্ষিপ্ত ভাষণে রাস্ট্রপতি আলেকজান্ডার ফান ডার বেলেন বলেন,আগামীকাল বৃহস্পতিবার (৩ অক্টোবর) থেকে
তিনি জাতীয় সংসদে নেতৃত্বকরী বিভিন্ন দলের প্রধানদের সাথে কোয়ালিশন সরকার গঠনের জন্য পৃথক পৃথক বৈঠক করবেন।

কবির আহমেদ/ইবিটাইমস