অস্ট্রিয়ার জাতীয় সংসদ নির্বাচন কীভাবে সঠিকভাবে ভোট দেবেন

২০২৪ সালে অস্ট্রিয়ার জাতীয় সংসদ (কাউন্সিল) নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৬৩ লাখের (৬.৩ মিলিয়ন) ওপরে

ভিয়েনা ডেস্কঃ আগামী রবিবার (২৯ সেপ্টেম্বর) ২৮তম অস্ট্রিয়ার জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ অনুষ্ঠিত হবে। সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ শেষ হওয়ার সাথে সাথেই গণনা শুরু হবে। আনুমানিক দুই থেকে তিন ঘন্টার মধ্যেই প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে।

প্রাথমিক ফলাফল ঘোষণার পর নির্বাচনে অংশগ্রহণকারী সমস্ত দলের প্রধানগণ রাস্টায়াত্ত টেলিভিশন ভবনে একত্রিত হয়ে,বিজয়ী দলকে অভিনন্দন জানাবেন।

অস্ট্রিয়ার নির্বাচন শতভাগ গণতান্ত্রিক ও নিরপেক্ষ হয় বলে পরাজিত দলের কোনও অভিযোগ থাকে না।

এবছর অস্ট্রিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিস ও বিভিন্ন প্রধান রেল স্টেশন সহ মোট ভোট কেন্দ্রের সংখ্যা হবে ৯,৮৮৯টি। ভোটকেন্দ্রে আপনাকে ব্যালট পেপারটি স্পষ্টভাবে পূরণ করতে হবে।

অস্ট্রিয়ার জাতীয় সংসদ নির্বাচনের অন্যতম বৈশিষ্ট্য হলো,আপনাকে প্রথমে অবশ্যই একটি রাজনৈতিক দলকে (×) দিয়ে ভোট দিতে হবে। তারপর ব্যালট
পেপারে আরও তিনটি খালি ঘর থাকবে। সেখানে আপনি আপনার পছন্দের রাজনৈতিক নেতৃবৃন্দের নাম লিখতে পারেন। তাহলে আপনার পছন্দের রাজনৈতিক ব্যক্তির জন্য সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশী থাকে।

দলের নামে ক্রসের পর তিনটি ঘরের প্রথমটি থাকে Bundesliste অর্থাৎ আপনি যে দলে ক্রস করবেন, সে দলের জাতীয় নেতৃবৃন্দ। তারপরের ঘরটি আপনি
যে রাজ্যের বাসিন্দা সেখানকার রাজনৈতিক ব্যক্তির নাম লিখলে তিনি আপনার ভোট পেয়ে যাবে। দ্বিতীয় ঘরে লেখা থাকবে Landesliste। আর তৃতীয়টিতে
লেখা থাকবে Wahlkreis অর্থাৎ আপনি যে জেলায় বাস করেন সেখানকার স্থানীয় রাজনৈতিক ব্যক্তির নাম। আপনি তিনটিতে তিনজন পছন্দের নাম লিখতে পারেন,অথবা একজন বা দুই জনের নাম। কারও নাম না লিখলেও ,আপনি যে দলে ক্রস করবেন সে দল আপনার ভোট পেয়ে যাবে।

অনেকে ডাক যোগে ভোট দিতে পারবেন। অবশ্য যারা ডাকে ভোট প্রদান করবেন,তাদেরকে মাস খানেক পূর্বে অস্ট্রিয়ার সমস্ত ভোটারকে চিঠির
মাধ্যমে ডাকে যে,আবেদন করতে বলা হয়েছিল সেটি অবশ্যই পূরণ করে পাঠাতে হবে। ফেরত খাম সংযুক্ত করা ছিল সে চিঠিতে। ডাকে পাঠানো
ভোটও সাথে সাথে গণনা শুরু হয়। তবে ডাকে পাঠানো ভোটের ফলাফল দিতে একদিন সময় লাগতে পারে। ডাকে খুব কম ভোটার বলে প্রাথমিক ফলাফল ঘোষণায় তেমন একটা প্রভাব পড়ে না।

এবছর অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির দ্বিতীয় প্রজন্মের সন্তান, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ২৩ নং ডিসট্রিক্টের বর্তমান কাউন্সিলর মাহমুদুর রহমান অস্ট্রিয়ান পিপলস পার্টি (ÖVP) থেকে ভিয়েনা  রাজ্য থেকে সংসদ সদস্য প্রার্থী।

মাহমুদুর রহমান নির্বাচিত হলে, তিনিই হবেন প্রথম বাংলাদেশী বংশোদ্ভূত অস্ট্রিয়ার সংসদ সদস্য। তাকে ভিয়েনার যে কোন জেলা (Bezirk) থেকে ভোট দেওয়া যাবে। মাহমুদুর রহমানকে ভোট দিতে হলে প্রথমে তার দল ÖVP কে (×) ক্রস দিতে হবে এবং Landesliste Mahmudur Rahman বা M.Rahman বা শুধু Rahman লিখে দিলেও তিনি আপনার মূল্যবান ভোট পেয়ে যাবেন।

ইউরো বাংলা টাইমসের নির্বাহী সম্পাদক (আন্তর্জাতিক) কবির আহমেদ এর সাথে এক সাক্ষাৎকারে সংসদ সদস্য প্রার্থী মাহমুদুর রহমান (নয়ন) জানান, তিনি এবছর ইনশাআল্লাহ সংসদ সদস্য নির্বাচিত হলে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির এক বিরাট সাফল্য অর্জিত হবে। তিনি আরও বলেন, নির্বাচিত হলে তিনি কমিউনিটিসহ বাংলাদেশের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় অস্ট্রিয়ার শীর্ষ মহলে উপস্থাপনের চেষ্টা করবেন।

কবির আহমেদ/ইবিটাইমস 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »