প্রবল বর্ষণ জনিত বন্যায় ভিয়েনায় মেট্রোরেল ( U Bahn) চলাচল সাময়িক বন্ধ

ভিয়েনার ওপর দিয়ে প্রবাহিত খাল আকৃতির ভিয়েনা নদীর (Wienfluss) পানি উপচে মেট্রোরেলের ট্র্যাকে প্রবেশ করেছে

ভিয়েনা ডেস্কঃ রবিবার (১৫ সেপ্টেম্বর) ভিয়েনার গণপরিবহন সংস্থা ভিনার লিনিয়েন (Wiener Linien) এক বিশেষ বিজ্ঞপ্তিতে মেট্রোরেল বন্ধের এতথ্য জানায়।

উল্লেখ্য যে,গত শুক্রবার (১৩ সেপ্টেম্বর) থেকে ভিয়েনায় অবিরাম বৃষ্টি হচ্ছে। সাধারণত শান্ত ভিয়েনা নদী পানিতে পূর্ণ হয়ে গেছে। Langenfeldgasse ও Margareten স্টপিজের কাছে U6 ও U4 মেট্রোরেল ট্র্যাকের ওপর পানি ঢুকে পড়েছে। ফলে এখান দিয়ে মেট্রোরেল চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

ভিয়েনার গণপরিবহন সংস্থা ভিনার লিনিয়েন আরও জানায়,মেট্রোরেল U2, U4, U6 এবং U3 এর চলাচল সীমিত অপারেশনে আনা হয়েছে। ভিয়েনা নদী ইতিমধ্যেই শনিবার রাত থেকে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এছাড়াও দানিউব খালের (Donau Canal) এর পানি তীব্রভাবে বাড়ছে। ভিনার লিনিয়েনকে তাই বিভিন্ন পাতাল রেল লাইনে ব্যাপক প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিতে হয়েছে। সাবওয়ে রুটগুলি স্টপ বিম এবং বালির ব্যাগ দিয়ে সুরক্ষিত, এবং অপারেশনগুলি আংশিকভাবে বন্ধ করতে হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মেট্রোরেল (U Bahn) U4 শুধুমাত্র Heiligenstadt এবং Friedensbrücke এর মধ্যে চলাচল করবে। U6 শুধুমাত্র Floridsdorf এবং Westbahnhof মধ্যে এবং Meidling ট্রেন স্টেশন থেকে Siebenhirten পর্যন্ত চলাচল করবে।

মেট্রোরেল U3 Rochusgasse এবং Simmering এর মধ্যে চলাচল করবে। তাছাড়াও বন্যার কারণে, রবিবার সকাল থেকে মেট্রোরেল U2 লাইন শুধুমাত্র Seestadt এবং Taborstrasse এর মধ্যে চলাচল করবে।

কবির আহমেদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »