ঢাকার মোহাম্মদপুরে ভিওআইপি সরঞ্জামাদিসহ ৯৪০ সিম উদ্ধার

স্টাফ রি‌পোর্টারঃ বিপুল পরিমাণ ভিওআইপি সরঞ্জামাদিসহ ৯৪০টি বিভিন্ন কোম্পানির সিম উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর মোহাম্মদপুরে যৌথ অভিযান চালায় র‌্যাব-২ ও বিটিআরসি। র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক সিনিয়র (এএসপি) সহকারী পুলিশ সুপার শিহাব করিম বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর থানার আজিজ মহল্লা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকলে বিপুল পরিমাণ ভিওআইপি সরঞ্জামাদিসহ ৯৪০টি বিভিন্ন কোম্পামির সিম উদ্ধার করে র‌্যাব-২ ও  বিটিআরসি।

অভিযানকলে বিপুল পরিমাণ ভিওআইপি সরঞ্জামাদিসহ ৯৪০টি বিভিন্ন কোম্পামির সিম উদ্ধার করে র‌্যাব-২ ও বিটিআরসি।

সহকারী পুলিশ সুপার জানান, একটি চক্র ভিওআইপি ব্যবসার মাধ্যমে কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দিচ্ছে।

এরই ধারাবাহিকতায় মোহম্মাদপুর থানার আজিজ মহল্লার বাসায় বসবাসকারী ভাড়াটিয়া মো. রাজিব (৩৪) ও মো. শাকিল আহম্মেদ (৪০) এর বাসায় অভিযান চালানো হয়। তারা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।ঘটনাস্থলে তল্লাশিকালে ৩টি কালো রংয়ের ৫১২ পোর্টের ভিওআইপি সিম বক্স, ৩টি রাউটার, বিভিন্ন যন্ত্রপাতিসহ দুটি মোবাইল ও ৯৪০টি সিম উদ্ধার করা হয়।

পলাতক আসামিরা অবৈধ ভিওআইপি ব্যবসা চক্রের সক্রিয় সদস্য। তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে লাইসেন্স গ্রহণ ব্যতীত অবৈধ ভিওআইপি যন্ত্রপাতি ও স্থাপনা তৈরি করে অবৈধভাবে টেলিযোগাযোগ ব্যবসা পরিচালনা করার কারণে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হতে বঞ্চিত হ‌চ্ছে। সহকারী পুলিশ সুপার জানান, একটি চক্র অবৈধ ভিওআইপি ব্যবসার মাধ্যমে কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দিচ্ছে।

মোঃ সো‌য়েব মেজবাহউদ্দিন/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »