
টাঙ্গাইল প্রতিনিধিঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গনতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হলে গতানুগতিক নয় উন্নয়ন ও উৎপাদনমূখী রাজনৈতি করবে।বিশেষ করে দেশের অঞ্চলভিত্তিক যে সকল বিখ্যাত পন্য গুলি রয়েছে তা পরিকল্পনার মাধ্যমে আন্তর্জাতিক ভাবে পরিচিত ও রপ্তানি করার ব্যাবস্থা করা হবে।
বুধবার বিকেলে টাঙ্গাইলের গোপালপুর সুতি ভি এম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক উপমন্ত্রী এড. সালাম পিন্টু’র মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশ ভারচুয়ালি প্রাধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, দেশে ফেশিবাদি সরকারের পতন হলেও তার প্রেত্তাত্তারা রয়েছে, এসব প্রেত্তাত্তা দেশ ও বিএনপির বিরুদ্ধে সরযন্ত্রে লিপ্ত রয়েছে। এসব সরযন্ত্র বিএনপির নেতাকর্মীরা প্রতিহত করবে।
তিনি আরও বলেন, গনতান্ত্রিক যে বিজয় তার একটি অংশ আমরা অর্জন করেছি,কিন্ত আমাদের যে মূল লহ্ম্য। এই লহ্ম্য অর্জন করতে গিয়ে বিএনপির অনেক নেতাকর্মী হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছে, এছাড়াও শত শত নেতাকর্মী জীবন দিয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি – খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল এর নেতৃত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির, ভাইস চেয়ারম্যান – এড. আহমেদ আযম খান,প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক – সুলতানা সালাউদ্দিন টুকু, অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন – কেন্দ্রীয় বিএনপির – সহ সাংগঠনিক সম্পাদক ( ঢাকা বিভাগ) বেনজির আহমেদ টিটু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য – এড. ওবায়দুল হক নাসির। জেলা বিএনপির সভাপতি – হাসানুজ্জামিন শাহীন ও সাধারণ সম্পাদক – এড. ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সাবেক সদস্যসচীব মাহমুদ হক সানু প্রমূখ
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক -কাজী লিয়াকত ও পৌর বিএনপির সভাপতি -খালিদ হাসান উথান।
এসময় উপজেলা বিএনপি যুবদল, ছাত্রদল ও মহিলা দলের প্রায় পাচঁস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর পূর্বে বিকেল তিনটায় অনুষ্ঠান স্থলে কেন্দ্রীয় জাসাস এর আয়োজনে সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন, ইথেন বাবু, মৌসুমি সহ আরো অনেকেই।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস