ঝালকাঠি প্রতিনিধিঃ বুধবার বিকেল ৪টায় জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও জেলা দায়রা জজ মোঃ রহিবুল ইসলামের সভাপতিত্বে এই সভায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পারভেজ শাহারিয়ার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল জজ আদালতের এম এ হামিদ, জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাড. শাহাদাৎ হোসেন ও জিপি রফিকুল ইসলাম আজমসহ জেলা আইনগত সহায়তা কমিটির সদস্যরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জেলা লিগ্যাল এইড অফিসার এস এম মাহফুজ আলমের সঞ্চালনায় পরিচালিত সভায় বিগত সভার সিদ্ধান্ত অনুমোদন করা হয়।
সভায় জানানো হয়, গত ১৬ এপ্রিল থেকে ৩১ আগস্ট পর্যন্ত আইনগত সহায়তা চেয়ে ১০৮টি আবেদন পাওয়া গেছে এবং আবেদনের প্রেক্ষিতে প্যানেল আইনজীবি নিয়োগ প্রদান করা হয়েছে। সভায় পূর্বের প্যানেল আইনজীবিসহ আরও ২৪জন নতুন প্যানেল আইনজীবির তালিকা অনুমোদন করা হয়েছে। এই সময়ের মধ্যে ৯জন প্যানেল আইনজীবিকে ৩৮টি মামলা পরিচালনার জন্য ১ লাখ ২ হাজার ৮৪৪ টাকা বিল পরিশোধ করা হয়েছে। এই ৩৮টি মামলার মধ্যে ১৬টি মামলা নিষ্পত্তি হয়েছে।
এছাড়াও এই সময়ের মধ্যে লিগ্যাল এইড পরিচালনা খাতে ৪৬ হাজার ৬৩৭ টাকার খরচ অনুমোদন করা হয়েছে।
লিগ্যাল এইড অফিসার এস এম মাহফুজল আলম জানান, জেলায় লিগ্যাল এইড কার্যক্রম মানুষের মধ্যে সাড়া ফেলেছে। মামলা পরিচালনার বাইরেও লিগ্যাল এইড এর মাধ্যমে এ পর্যন্ত দুই পক্ষকে ডেকে এনে আপোষ নিষ্পত্তি করে তাদের দাবীর বর্তমান বছরের এ পর্যন্ত প্রায় ১ কোটি টাকা এ পর্যন্ত আদায় করে দেয়া হয়েছে।
তিনি লিগ্যাল এইড বিষয়টি আরও জনসাধারণের মধ্যে প্রচার ও প্রসারের জন্য সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন।
বাধন রায়/ইবিটাইমস