ভিয়েনায় আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করল অস্ট্রিয়ান পিপলস পার্টি (ÖVP)

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার ২২ নাম্বার ডিস্ট্রিক্টের “Steffl-Arena” অডিটোরিয়াম হলে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে আসন্ন সংসদ নির্বাচনের প্রচারভিযান শুরু করেন দলটির প্রধান চ্যান্সেলর কার্ল নেহামার

ভিয়েনা ডেস্কঃ শনিবার (৭ সেপ্টেম্বর) আগামী ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত অস্ট্রিয়ার জাতীয় সংসদ (কাউন্সিল) নির্বাচনে ÖVP একটি সুস্পষ্ট কৌশল নিয়ে নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিকভাবে শুরু করেছে।

নির্বাচনের তিন সপ্তাহ পূর্বে অষ্ট্রিয়ান পিপলস পার্টির (ÖVP) নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দলের প্রধান বর্তমানে অস্ট্রিয়ার সরকার প্রধান চ্যান্সেলর কার্ল নেহামার।

আজকের এই নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানে দলটির নেতাকর্মী ও সমর্থক সহ প্রায় ৩,০০০ মানুষ উপস্থিত ছিলেন। ভিয়েনার ওপর দিয়ে প্রবাহিত দানিউব
(Donau) নদীর তীরবর্তী ২২ নাম্বার জেলাটি লাল দলের (SPÖ) ঘাঁটি হিসাবে বিবেচনা করা হলেও আজ ছিল পিপলস পার্টির দখলে।

উদ্বোধনী অনুষ্ঠানে অস্ট্রিয়ার বিভিন্ন রাজ্যের ÖVP দলের শীর্ষ নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। আসন্ন সংসদ নির্বাচনের প্রচারাভিযানের উদ্বোধন করে
দলটির প্রধান চ্যান্সেলর কার্ল নেহামার এক সংক্ষিপ্ত বক্তব্যে সকলকে অভিনন্দন জানান। তিনি বলেন, আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে।

তিনি তার বক্তব্যে গত কয়েক সপ্তাহ যাবৎ বিরোধী অস্ট্রিয়ান ফ্রিডম পার্টির (FPÖ) এর প্রধান হার্বার্ট কিকল এর সাথে তার রাজনৈতিক বাকযুদ্ধের
প্রসঙ্গ টেনে বলেন, ÖVP সব সময়ই চরমপন্থার বিরুদ্ধে। তিনি বলেন, আমরা ডান ও বাম দলের মাঝখানে আছি। তিনি আরও বলেন, তারপরেও নির্বাচনের পরে যদি কোয়ালিশন সরকার গঠনের ব্যাপারে FPÖ-এর সাথে জোটের কোনো প্রত্যাখ্যান হবে না।

এবছর অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির দ্বিতীয় প্রজন্মের সন্তান ভিয়েনার ২৩ নাম্বার ডিস্ট্রিক্টের তরুণ রাজনীতিবিদ কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন অস্ট্রিয়ান পিপলস পার্টি (ÖVP) থেকে অস্ট্রিয়ার জাতীয় সংসদ নির্বাচনে নমিনেশন পেয়েছেন।

বাংলাদেশী অস্ট্রিয়ান নাগরিকগন যারা ভিয়েনায় ভোটার তারা ÖVP কে ক্রস চিহ্ন (X) দিয়ে  Mahmudur Rahman নাম লিখে দিলেই নয়ন ভোট পেয়ে যাবে।

তিনি অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির কাছে সহযোগিতা এবং দোয়া চেয়েছেন।

কবির আহমেদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »