ঝালকাঠিতে জাক জমক আয়োজনে শ্রী শ্রী গণেশ পূজা অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে জাকজমক আয়োজনের মধ্য দিয়ে শ্রী শ্রী গনেশ পূজা অুনষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টা থেকে ঝালকাঠি শহরের ৪টি পূজা মন্ডবসহ অপর ৩টি উপজেলা নিয়ে ১০টি পূজা মন্ডবে গণেশ পূজা অনুষ্ঠিাত হয়েছে। হিন্দু সম্প্রদায়ের কাছে অর্থ সম্পদ প্রদানকারী দেবতা হিসেবে সিদ্দিদাতা গণেশ হিসেবে আখ্যায়ীত করা হয়।

ঝালকাঠি শহরের আড়ৎদ্দার পট্টি রাধাগবিন্দ মন্দির অঙ্গনে, ঝালকাঠি মদনমোহন আখড়াবাড়ি, পবলিক হরিসভা ও পুরাতন করেজ দেবোত্তর এলকায় শ্রী শ্রী গণেশ পূজা অনুষ্ঠিত হয়।

এছাড়া রাজাপুর, নলছিটি ও কাঠালিয়ার বিভিন্ন মন্দিরে পূজা আয়োজন হয়েছে বলে জানা গেছে। বেলা ১টায় পূজা অর্চনায় আগত ভক্তদের পরিবার ও বিশ্ব শান্তি কামনা করে অঞ্জলী প্রদান করা হয়েছে।

আগামী কাল রবিবার সিঁদুর খেলা ও প্রতিমা শহর  প্রদক্ষিণ করে বিসর্জন কমসূচি রয়েছে। পূজা আয়োজন উপলক্ষে বিভিন্ন মন্দির গুলো সাজ সজ্জায় সজ্জিত করা হয়েছে।

বাধন রায়/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »