ইবিটাইমস ডেস্কঃ বাংলাদেশ ও অস্ট্রিয়া থেকে যৌথভাবে তিন ভাষায় অনুবাদ সহ প্রকাশিত বর্তমান সময়ের জনপ্রিয় অনলাইন পত্রিকা ইউরো বাংলা টাইমসের ওয়েবসাইটি দুষ্কৃতকারী হ্যাকারদের কবলে পড়ে বন্ধ ছিল। প্রায় সপ্তাহ খানেক পর মঙ্গলবার আইটি বিশেষজ্ঞরা এটি পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছেন।
সাইটের নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় গত শনিবার থেকে ইউরোবাংলা টাইমসে সংবাদ পড়তে পারছিলেন না পাঠকরা। কারিগরি জটিলতার কারণে বাধ্য হয়ে সংবাদ পরিবেশন বন্ধ রাখায় নিয়মিত/অনিয়মিত পাঠক, বিজ্ঞাপন দাতা সহ সকল শুভাকাঙ্খীদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করছি। কর্তৃপক্ষ আশা করছে, এখন থেকে জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম ইউরোবাংলা টাইমস সবশেষ সংবাদ পরিবেশন করে গ্রাহকের চাহিদা পূরন করতে সক্ষম হবে।
ইউরো বাংলা টাইমস এডিটোরিয়াল বোর্ডের আশা পাঠকরা আগামীতেও সাথেই থাকবেন।
কবির আহমেদ/ইবিটাইমস