হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপৎসীমার ১৯৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কয়েক দিনের বৃষ্টিপাত এবং নদীর উজানে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদীর পানি বৃদ্ধি পায়। শহরতলীর জালালাবাদ গ্রামে বাঁধ ভেঙ্গে উপচে পানি প্রবেশ করছে লোকালয়ে। এতে টানা বর্ষণে উপজেলার ৩০/৩৫টি গ্রামের ১৮ হাজার হেক্টর আউশ ও আমন ফসল পানিতে তলিয়ে গেছে। তলিয়ে গেছে অনেকের রাস্তাঘাট ও পুকুর। অনেকের মাছের ঘের ভেসে গেছে।
শায়েস্তাগঞ্জ রেল লাইনের উপর পানি উঠায় দুপুর ১২টা থেকে ঢাকা সিলেট চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজ বুধবার সকাল ৭টা থেকেই পানি বিপৎসীমা অতিক্রম করতে থাকে।
এদিকে জেলা প্রশাসন, সেনাবাহিনী, পানি উনয়ন বোর্ড শহরে মাইকিং করে সতর্ক থাকার আহবান জানাচ্ছে।
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ জানান, বৃষ্টির পাশাপাশি ভারত থেকে আসা পানির জন্য খোয়াইসহ জেলার সকল নদীর পানি বাড়ছে।
মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস