দেশের পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন ড. ইউনূস

মানি লন্ডারিং ইস্যুতে যুক্তরাজ্যের (ইউকে) সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

ইবিটাইমস ডেস্কঃ বুধবার (২১ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক দেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সাথে এক সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং বিষয়টি জাতীয় সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছে।

এ সময় যুক্তরাজ্যের হাইকমিশনার তার দেশের সরকারের পক্ষ থেকে ড. মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানান। বলেন, যুক্তরাজ্য বাংলাদেশকে সহযোগিতা করতে প্রস্তুত। এ সময় তিনি রোহিঙ্গাদের সহযোগিতার বিষয়েও আশ্বাস দেন।

এদিকে, বুধবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। এ সময় রাষ্ট্রদূত ও অধ্যাপক মুহাম্মদ ইউনূস পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।

জাপানের রাষ্ট্রদূত বলেন, একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনৈতিক উত্তরণের মাধ্যমে বাংলাদেশ স্থিতিশীল উন্নয়নের পথে অগ্রসর হবে। দুই দেশের মধ্যে থাকা কৌশলগত অংশীদারিত্বের অংশ হিসেবে জাপান বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সমর্থন অব্যাহত রাখবে।

কবির আহমেদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »