ঝালকাঠি প্রতিনিধিঃ ঢাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানবন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১২ টায় ঝালকাঠি প্রেসক্লাব চত্বরে জেলার কর্মরত গনমাধ্যমকর্মীদের উদ্যোগে এর আয়োজন করা হয়েছে। সোমবার এই গ্রুপের বাংলাদেশ প্রতিদিন, কালেরকণ্ঠ, নিউজটোয়েন্টি২৪, ডেইলি সান, বাংলানিউজটোয়েন্টি২৪ ও টি-স্পোর্টস এর অফিস ও গাড়ীতে হামলা ভাঙচুর করেছে একদল দুবর্ৃত্তরা।
সাংবাদিক রেজাউল করিমের সঞ্চালনায় মানববন্ধন চলাকালে সাংবাদিক দুলাল সাহা, মল্লিক নাসির উদ্দিন কবির, আজমীর হোসেন তালুকদার, পলাশ রায়, রহিম রেজা, এমদাদুল হক স্বপন, আ.স.ম মাহমুদুর রহমান পারভেজ প্রমূখ বক্তব্য রাখেন।
বাধন রায়/ইবিটাইমস