সাবেক মন্ত্রী ডা. দীপু মনি ও উপমন্ত্রী জয় আটক

ইবিটাইমস, ঢাকা: রাজধানীর বারিধারা এলাকা থেকে সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল।

সোমবার (১৯ আগষ্ট) সন্ধ্যায় তাকে আটক করা হয়। পরে তাকে নেয়া হয় মিন্টো রোডের ডিবি কার্যালয়ে।

ডিএমপি সূত্রে জানা গেছে, ছাত্র-জনতার আন্দোলনে নিহতের ঘটনায় চাঁদপুরে দীপু মনির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে। তবে শেখ হাসিনা সরকারের উচ্চপদস্থ হিসেবে ঢাকার হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।

২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দীপু মনিকে শুরুতে পররাষ্ট্রমন্ত্রী করা হয়, এরপর শিক্ষামন্ত্রী এবং সবশেষ সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। চাঁদপুরে তার আত্মীয়-স্বজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে।

এদিকে, সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কেও আটক করেছে পুলিশ। সোমবার (১৯ আগষ্ট) রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে আটক করা হয়। মোহাম্মদপুর থানায় দায়ের হওয়া একটি মামলায় তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ঢাকা/ইবিটাইমস/এনএল/আরএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »