টাঙ্গাইল দারুল উলুম কামিল মাদরাসার শিক্ষক শিক্ষার্থীদের মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধিঃ শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন টাঙ্গাইল দারুল উলুম কামিল মাদরাসার শিক্ষক শিক্ষার্থীরা।
সোমবার দুপুরে হামলার প্রতিবাদসহ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)  মো. সোহরাব হোসেন ও পরিচালনা পর্ষদ সভাপতি কুদরত ই এলাহীর অপসারণ দাবি করা হয়েছে। নিয়ম বর্হিভুত ভাবে  দীর্ঘদিন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)  ও পরিচালনা পর্ষদ সভাপতি এর দায়িত্বপালন সহ নজিরবিহীন দূর্নীতি অভিযোগ তুলেছেন বক্তারা। দ্রুত তাদের অপসারণসহ শিক্ষার সুস্থ পরিবেশ দাবি করেছেন আন্দোলনরত শিক্ষকসহ শিক্ষার্থীরা।
এ সময় বক্তব্য রাখেন টাঙ্গাইল দারুল উলুম কামিল মাদরাসার আরবী বিভাগের সহকারি অধ্যাপক এনামুল্লাহ্ খান, ইংরেজি প্রভাষক তানসিনা আক্তার লিপি প্রমুখ। মানববন্ধনে মাদরাসার ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক আনোয়ারুল হাবিব, আরবী বিভাগের সহকারি অধ্যাপক শওকত আলী, পদার্থ বিভাগের সহকারি অধ্যাপক মোস্তাফিজুর রহমানসহ প্রায় দুই শতাধিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »