টাঙ্গাইল প্রতিনিধিঃ বৈষম্যবিরোধী আন্দোলনে টাঙ্গাইলে পুলিশের গুলিতে স্কুলছাত্র মারুফ মিয়ার নিহতের ঘটনায় সাবেক মন্ত্রী ড. আব্দুল রাজ্জাক, প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুসহ ছয়জন সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও টাঙ্গাইল পৌর সভার মেয়র সিরাজুল হক আলমগীরসহ ৫৬ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
রোববার বিকেলে টাঙ্গাইল সদর থানায় নিহত মারুফের মা মোর্শেদা আক্তার বাদি হয়ে এ মামলা দায়ের করেন। এ মামলায় আরো দুইশ’ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে । মামলার আসামী সংসদ সদস্যরা হলেন, তানভীর হাসান ছোট মনির, ছানোয়ার হোসেন, খান আহমেদ শুভ, অনুপম শজাহান জয়।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনে গত ৫ আগষ্ট বিকেল সাড়ে চারটার দিকে বিজয় মিছিল নিয়ে টাঙ্গাইল সদর থানার কাছে পৌছলে পুলিশ গুলি চালায়। একটি বুলেট মারুফের মাথায় বিদ্ধ হলে মাটিয়ে লুটিয়ে পড়ে মারুফ। টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তাকে মৃত ঘোষনা করে ডাক্তার। সন্ধা সাড়ে সাতটার দিকে মোর্শেদা আক্তার জানতে পারেন মারুফ পুলিশের গুলিতে মারা গেছে।
আন্দোলনে নিহত মারুফের মায়ের একটাই দাবি রাষ্ট্রীয়ভাবে মারুফের শহীদের দেয়া হোক।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস