ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে বিভিন্ন মন্দিরে শ্রী শ্রী মনসা পূজা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠি জেলার ৪টি উপজেলার বিভিন্ন এলাকার মন্দিরগুলোতে পূজা আয়োজন হয়েছে। গ্রাম এলাকায় বর্তমান পরিস্থিতি অনুযায়ী অনেক মন্ডবের পূজা শহর এলাকার পূজা মন্ডবে এসে ঘট সাজিয়ে দিতে হয়েছে।এই পূজা সার্বজনীন ছাড়াও পারিবারিক পর্যায়ে পূজার মন্ডবের সংখ্যা বেশি।
ঝালকাঠি জেলায় প্রায় ৩শতাধিক পূজা মন্ডব রয়েছে। শনিবার সকাল থেকেই নারী পুরুষ ভক্তরা মনিরে পূজা অর্চানর সামগ্রী নিয়ে আসেন এবং পূজা অনুষ্ঠানের উপস্থিত থাকেন। বাংলা বছরে পঞ্জিকা অনুযায়ী শ্রাবণ মাসের শেষ দিন এই পূজা অর্চনর আয়োজন করে আসছে সনাতন ধর্মালম্বীরা। অনেক মন্দিরে মানত থাকায় পাঠা বলি দান হয়ে থাকে।
বাধন রায়/ইবিটাইমস