ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় দুর্নীতি বিরোধী র্যালী ও বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র জনতা।
শুক্রবার বিকালে উপজেলার সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ী বাজার থেকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র জনতার পক্ষে বক্তব্য রাখেন, সাদ্দাম হোসেন, আজিজুর রহমান, হাফিজ উদ্দীন মো: রাব্বিসহ অন্যান্যরা।
সেসময় বক্তারা, লুটপাট ও চাঁদাবাজির প্রতিবাদ জানিয়ে বলেন, সারুটিয়া ইউনিয়নে কোন প্রকার সহিংসতা, লুটপাট,ঘুষ-দুর্নীতি ও চাঁদাবাজী করা হলে এর বিরুদ্ধে ছাত্ররা রুখে দাড়াবে। প্রয়োজনে তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুশিয়ারি প্রদান করেন ছাত্ররা।
শেখ ইমন/ইবিটাইমস