অস্ট্রিয়া বিএনপির উদ্যোগে ভিয়েনার বিভিন্ন মসজিদে জুমআর নামাজে একই সাথে দোয়া অনুষ্ঠিত হয়
ইবিটাইমস ডেস্কঃ শুক্রবার (১৬ আগস্ট) বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অস্ট্রিয়ার উদ্যোগে জুমআর নামাজে ভিয়েনার বিভিন্ন বাংলাদেশী কমিউনিটির মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
ভিয়েনার ২০ নাম্বার ডিস্ট্রিক্টের বায়তুল মামুর মসজিদে জুমআর নামাজ ও দোয়া মাহফিলে অস্ট্রিয়া বিএনপির নেতৃবৃন্দের মধ্যে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে অন্যতম অস্ট্রিয়া বিএনপির সিনিয়র নেতা মোহাম্মদ মোস্তফা, লিয়াকত আলী, হাজি মোশারফ হোসেন, মাসুদুর রহমান মাসুদ,জাহিদ মোশারফ, জাহাঙ্গীর আলম,আবুল কালাম আজাদ, নাজমুল আহসান নাঈম, মোহাম্মদ জিলানী,শাহাদাত হোসেন শরীফ, মোহাম্মদ কায়সার প্রমুখ।
এছাড়াও কমিউনিটির নিম্নোক্ত মসজিদ সমূহে জুমআর নামাজে দোয়া অনুষ্ঠিত হয়। ভিয়েনা ইসলামিক সেন্টার ( মসজিদুল ফালাহ), বাইতুল মামুর মসজিদ ১০ নং ডিস্ট্রিক্ট, বাইতুল মোকাররম মসজিদ, নূরে মদিনা মসজিদ ভিয়েনা।
কবির আহমেদ/ইবিটাইমস