ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় গণঅধিকার পরিষদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার দুপুরে গণঅধিকার পরিষদ ভোলা জেলার আহ্বায়ক ছামির ফরাজী এবং সদস্য সচিব আতিকুর রহমান আবু তৈয়ব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী তিন মাসের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন মো. ইলিয়াছুর রহমান এবং সদস্য সচিব হিসেবে আছেন মো. শাহীন হাজী। এছাড়াও এই আহ্বায়ক কমিটিতে রয়েছেন আরো ৩০ জন।
নবগঠিত কমিটিতে যুগ্ম-আহ্বায়ক হিসেবে আছেন- মো. সবুজ হাওলাদার, মাকসুদুর রহমান সোহাগ, মতিউর রহমান, রিফাতুল ইসলাম সবুজ, মো. মাহাবুব এনাম, মো. মাহবুব, মো. মহিউদ্দিন, মো. শাহাবুদ্দিন, মো. আরিফ, মো. নাজমুল ইসলাম।
এছাড়া এই কমিটিতে যুগ্ম-সদস্য সচিব হিসেবে আছেন- মো. ইমাম হোসেন, মো. ইউসুফ হাওলাদার, মো. রুবেল হোসেন, মাওলানা মোস্তাফিজুর রহমান, মো. হায়দার আলী, মো. আব্বাস আলী, মো. সালাউদ্দিন আহমেদ, মো. সামছুদ্দিন, মো. ফিরোজ হোসেন, মো. শাওন।
অন্যদিকে গণঅধিকার পরিষদের এই কমিটিতে কার্যকারী সদস্য হিসেবে আরো আছেন- মো. রাসেল, মো. মাইনুদ্দিন, মো. আইয়ুব, মো. ফিরোজ আলম, মো. রুবেল, মো. রিয়াজ, মো. কবীর, ফারজানা আক্তার, রূপা বেগম এবং মোসা. সাবিনা আক্তার।
নবগঠিত লালমোহন উপজেলা গণঅধিকার পরিষদের কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, আমরা সাধারণ মানুষের পক্ষে সর্বদা কাজ করবো। আমাদের কমিটির সকল সদস্য ঐক্যবদ্ধভাবে অধিকার বঞ্চিত মানুষের পাশে দাঁড়াবো।
জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস