ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলার ৪টি উপজেলার পুলিশ স্টেশনে সেনা বাহিনীর তত্ত্বাবধানে বাংলাদেশ পুলিশ কাজ সংক্ষিপ্ত পরিসরে কাজ শুরু করেছে। তবে, থানা পুলিশের সার্বিক বিষয় সেনা বাহিনী দেখবাল করছেন।
তবে, রবিবার এই রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ বাহিনীর সদস্যকে মাঠে নামতে দেখা যায় নাই। তারা অফলাইনে থানায় বসে জিডিসহ বিভিন্ন অভিযোগ গ্রহন ও সেবা প্রদান করছে।
ঝালকাঠি জেলার ৪টি পুলিশ স্টেশনে সেনা বাহিনীর ওয়ারেন্ট অফিসার পদমর্যাদার সেনা সদস্যদের দায়িত্ব দেয়া হয়েছে।
পুলিশ মাঠে না নামায় রবিবারও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের যানবাহন নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা ট্রাফিকের দায়ীত্ব পালন করেছে। এছাড়াও শিক্ষার্থীদের মধ্যে একটি অংশ বাজার মনিটরিং করছে।
বাধন রায়/ইবিটাইমস