ঝালকাঠি প্রতিনিধিঃ অন্তরবর্তীকালীন সরকার গঠনের পরে ঝালকাঠিতে প্রথম বারে মতো জেলা আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ঝালকাঠি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুমের সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটির সভায় পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, সিভিল সার্জন ডাক্তার এইচ এম জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন ও সাজিয়া আফরোজসহ বিভিন্ন বিভাগের শীর্ষ স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরোয়ার হোসেন এর সঞ্চালনায় বিভিন্ন বিভাগের কর্মকর্তারা বক্তব্য রাখেন। ঝালকাঠিতে সেনা বাহিনীর তত্ত্ববধানে জেলার থানা পুলিশের কার্যক্রম সীমিত পরিসরে শুরু হয়েছে এবং সেনা বাহীনির তত্বাবধানে জেলা কারাগার পাহারা দিচ্ছে। এছাড়া মাধক নিয়ন্ত্রণ উচ্ছেদ খাল খনন ইত্যাদি বিগত সিদ্ধিান্তগুলোর বাস্তবায়নের উপর গুরুত্ব দেয়া হয়েছে।
বাধন রায়/ইবিটাইমস