ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের পাশে লালমোহন বিএনপি

লালমোহন ভোলা প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন ভোলার লালমোহন উপজেলা বিএনপি।

জাতিয়তাবাদি দল (বিএনপির) ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদের নির্দেশে রবিবার (১১ আগস্ট) বিকেলে উপজেলার কালমা ও বদরপুর ইউনিয়নের চারটি পরিবারকে দেখতে যান উপজেলা ও পৌরসভা যুবদলের নের্তৃবৃন্দরা।

এদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত কালমা ইউনিয়নের ১নং ওয়ার্ড লেজ ছকিনা গ্রামের মো. আকবরের ছেলে সাইদুল, একই গ্রামের খলিলুর রহমানের ছেলে মুফতি শিহাব উদ্দিন, কালমা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বজুলুর রহমানের ছেলে আকতার ও বদরপুর ইউনিয়নের মৃত দলিল উদ্দিনের ছেলে শাকিলের কবর জিয়ারত করেন এবং নিহতদের পরিবারের হাতে মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদের পক্ষ্য থেকে উপহার সামগ্রী তুলে দেন তারা।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলার কালমা ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন বাহাদুর, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন হাওলাদার, বদরপুর বিএনপির যুগ্ম আহবায়ক এনএফ ফয়সাল হায়দার, উপজেলা যুবদলের আহবায়ক (প্রস্তাবিত) কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, সদস্য সচিব (প্রস্তাবিত) কাজী হাসানুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি হাজী মোসলে উদ্দিন আহমদ, পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাকসুদ আহমদসহ আরও অনেকে।

সালাম সেনটু/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »