ভিয়েনা ০১:৪২ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সকল ষড়যন্ত্র নস্যাৎ করে নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে : আহমেদ আযম খান গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর : আইন উপদেষ্টা টাঙ্গাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা লন্ডনের পরিবহন ব্যবস্থায় সঙ্কটের আশঙ্কা আজারবাইজানের বাকুতে এরদোগান ও শেহবাজ ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে তরুণীকে গ্রেফতার করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ হবিগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে তরুণীকে গ্রেফতার টাঙ্গাইল আদালতে বিচার প্রার্থীদের জন্য বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন প্রায় ৫ কোটি টাকা ব্যায়ের পানি শোধনাগার চার বছর ধরে বন্ধ

ইতালির পৌর কাউন্সিলর হলেন বাংলাদেশি তরুণ, সংবর্ধনা দিল বাংলা কমিউনিটি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:০০:৪৪ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪
  • ১৪ সময় দেখুন

ইতালি প্রতিনিধি:  ইতালির ভিচেন্সা প্রভিন্সের Montecchio Maggiore (VI) ২০২৪ এর নির্বাচনে Partito Democratico (PD) দল থেকে সর্বোচ্চ সংখ্যক ভোটে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বাংলাদেশি তরুণ ( মিয়া এমডি অলি)।

ভিচেন্সা শহরের মন্তেক্কিও মাজ্জোরে ঐ পৌরসভার নির্বাচনে পিডি দল থেকে ২১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ নিয়ে ভিসেন্সায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা তার জয়ে বেশ উচ্ছ্বসিত।

শনিবার (১০ আগস্ট ) কাউন্সিলর ( মিয়া এমডি অলি ) কে বাংলাদেশ কমিউনিটির পক্ষ  থেকে সংবর্ধনা অনুষ্টানের আযোজন করা হয়।

সংবর্ধনা অনুষ্টানে আনফার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় মেয়র সিলভিও ( পারিসে )।  ( মিয়া এমডি অলীকে ) সংবর্ধনা অনুষ্ঠানে বাংলা কমিউনিটির নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবাসীরা উপস্থিত ছিলেন। (মিয়া এমডি অলির) জয়ে তারা বেশ উচ্ছ্বসিত ও গর্বিত।

মিয়া এমডি অলি এই পৌরসভার প্রথম বাংলাদেশি কাউন্সিলর। তার দেশের বাড়ি সিলেটের  দক্ষিন সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের কাদিপুর বড় গ্রামে।

তিনি ছোট বেলা থেকেই ইতালিতে বসবাস করে আসছেন। মিয়া এমডি অলি পড়ালেখা শেষ করে নিজস্ব ব্যবসার সাথে জড়িত আছেন। পাশাপাশি ইতালির স্কুল ধারার রাজনীতি এবং বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত আছেন।

কাউন্সিলর হিসেবে জয়লাভ করে (মিয়া এমডি অলি) তার প্রধান লক্ষ্য ইতালি ও বাংলাদেশি দুই সম্প্রদায়ের মধ্যে সেতুবন্ধন তৈরি করা। তিনি সবাইকে একটি সুন্দর শহর উপহার দিতে চান।

ইসমাইল হোসেন স্বপন/ইবিটাইমস 

জনপ্রিয়

সকল ষড়যন্ত্র নস্যাৎ করে নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে : আহমেদ আযম খান

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইতালির পৌর কাউন্সিলর হলেন বাংলাদেশি তরুণ, সংবর্ধনা দিল বাংলা কমিউনিটি

আপডেটের সময় ০৯:০০:৪৪ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪

ইতালি প্রতিনিধি:  ইতালির ভিচেন্সা প্রভিন্সের Montecchio Maggiore (VI) ২০২৪ এর নির্বাচনে Partito Democratico (PD) দল থেকে সর্বোচ্চ সংখ্যক ভোটে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বাংলাদেশি তরুণ ( মিয়া এমডি অলি)।

ভিচেন্সা শহরের মন্তেক্কিও মাজ্জোরে ঐ পৌরসভার নির্বাচনে পিডি দল থেকে ২১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ নিয়ে ভিসেন্সায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা তার জয়ে বেশ উচ্ছ্বসিত।

শনিবার (১০ আগস্ট ) কাউন্সিলর ( মিয়া এমডি অলি ) কে বাংলাদেশ কমিউনিটির পক্ষ  থেকে সংবর্ধনা অনুষ্টানের আযোজন করা হয়।

সংবর্ধনা অনুষ্টানে আনফার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় মেয়র সিলভিও ( পারিসে )।  ( মিয়া এমডি অলীকে ) সংবর্ধনা অনুষ্ঠানে বাংলা কমিউনিটির নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবাসীরা উপস্থিত ছিলেন। (মিয়া এমডি অলির) জয়ে তারা বেশ উচ্ছ্বসিত ও গর্বিত।

মিয়া এমডি অলি এই পৌরসভার প্রথম বাংলাদেশি কাউন্সিলর। তার দেশের বাড়ি সিলেটের  দক্ষিন সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের কাদিপুর বড় গ্রামে।

তিনি ছোট বেলা থেকেই ইতালিতে বসবাস করে আসছেন। মিয়া এমডি অলি পড়ালেখা শেষ করে নিজস্ব ব্যবসার সাথে জড়িত আছেন। পাশাপাশি ইতালির স্কুল ধারার রাজনীতি এবং বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত আছেন।

কাউন্সিলর হিসেবে জয়লাভ করে (মিয়া এমডি অলি) তার প্রধান লক্ষ্য ইতালি ও বাংলাদেশি দুই সম্প্রদায়ের মধ্যে সেতুবন্ধন তৈরি করা। তিনি সবাইকে একটি সুন্দর শহর উপহার দিতে চান।

ইসমাইল হোসেন স্বপন/ইবিটাইমস