ভিয়েনা ০৬:১৪ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ভিয়েনায় প্রবাসীদের শোকরানা মাহফিল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৫০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪
  • ১০ সময় দেখুন

শেখ হাসিনার সরকারের পতন উপলক্ষ্যে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিপুল সংখ্যক সদস্য দানিউব নদীর তীরে এক শোকরানা সভা করেছে

ভিয়েনা ডেস্কঃ  সোমবার (৫ আগস্ট) সন্ধ্যায় মাগরিব নামাজের পর ভিয়েনা ইন্টারন্যাশনাল ইসলামিক সেন্টার মসজিদের নিকটে দানিউব নদীর তীরে এই শোকরানা সভায় কমিউনিটির শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন।

শোকরানা সভায় সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকারের দীর্ঘ প্রায় ১৫ বছরের দুশাসনের অবসান হওয়ায় সন্তুষ্টি
প্রকাশ করেন।

শোকরানা সভায় বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির সাবেক সভাপতি মামুন হাসান জানান, আমাদের বাংলাদেশ যেহেতু দ্বিতীয়বারের মতো স্বাধীনতা পেয়েছে, তাই আমরা অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটি একটি বিজয় উৎসবের আয়োজন করেছি।

সভায় অস্ট্রিয়া বিএনপির শীর্ষ নেতা মাসুদুর রহমান মাসুদ জানান, আমরা কমিউনিটির পক্ষ থেকে ইতিমধ্যেই একটি গরু জবাই করেছি। ইনশাআল্লাহ
আগামী রবিবার বেলা সাড়ে বারোটা থেকে সন্ধ্যা পর্যন্ত এই বিজয়ের মিলন মেলার আয়োজন করা হয়েছে। অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সকলকে
নিমন্ত্রণ করা হয়েছে।

অনুষ্ঠানে যারা বক্তব্য রাখেন তাদের মধ্যে অন্যতম শায়খ আব্দুল মতিন আজহারী,শায়খ মহিউদ্দিন মাসুম,শায়খ সাইদুর রহমান আজহারী,শায়খ আবদুস সাত্তার,মামুন হাসান ও মাসুদুর রহমান মাসুদ, হেলাল উদ্দিন প্রমুখ।

শোকরানা সভায় বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন শায়খ আব্দুল মতিন।

সবশেষে সম্মিলিত কন্ঠে সবাই মিলে একটি দেশাত্মবোধক গান পরিবেশন করেন।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভিয়েনায় প্রবাসীদের শোকরানা মাহফিল

আপডেটের সময় ০৮:৫০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪

শেখ হাসিনার সরকারের পতন উপলক্ষ্যে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিপুল সংখ্যক সদস্য দানিউব নদীর তীরে এক শোকরানা সভা করেছে

ভিয়েনা ডেস্কঃ  সোমবার (৫ আগস্ট) সন্ধ্যায় মাগরিব নামাজের পর ভিয়েনা ইন্টারন্যাশনাল ইসলামিক সেন্টার মসজিদের নিকটে দানিউব নদীর তীরে এই শোকরানা সভায় কমিউনিটির শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন।

শোকরানা সভায় সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকারের দীর্ঘ প্রায় ১৫ বছরের দুশাসনের অবসান হওয়ায় সন্তুষ্টি
প্রকাশ করেন।

শোকরানা সভায় বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির সাবেক সভাপতি মামুন হাসান জানান, আমাদের বাংলাদেশ যেহেতু দ্বিতীয়বারের মতো স্বাধীনতা পেয়েছে, তাই আমরা অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটি একটি বিজয় উৎসবের আয়োজন করেছি।

সভায় অস্ট্রিয়া বিএনপির শীর্ষ নেতা মাসুদুর রহমান মাসুদ জানান, আমরা কমিউনিটির পক্ষ থেকে ইতিমধ্যেই একটি গরু জবাই করেছি। ইনশাআল্লাহ
আগামী রবিবার বেলা সাড়ে বারোটা থেকে সন্ধ্যা পর্যন্ত এই বিজয়ের মিলন মেলার আয়োজন করা হয়েছে। অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সকলকে
নিমন্ত্রণ করা হয়েছে।

অনুষ্ঠানে যারা বক্তব্য রাখেন তাদের মধ্যে অন্যতম শায়খ আব্দুল মতিন আজহারী,শায়খ মহিউদ্দিন মাসুম,শায়খ সাইদুর রহমান আজহারী,শায়খ আবদুস সাত্তার,মামুন হাসান ও মাসুদুর রহমান মাসুদ, হেলাল উদ্দিন প্রমুখ।

শোকরানা সভায় বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন শায়খ আব্দুল মতিন।

সবশেষে সম্মিলিত কন্ঠে সবাই মিলে একটি দেশাত্মবোধক গান পরিবেশন করেন।

কবির আহমেদ/ইবিটাইমস