টাঙ্গাইলে পুলিশের গুলিতে নিহত আন্দোলনকারী ছাত্র মারুফের জানাযা নামাজ অনুষ্ঠিত

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে পুলিশের গুলিতে নিহত বৈষম্যবিরোধী আন্দোলনকারী ছাত্র মারুফের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দানে এই জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে টাঙ্গাইল জেলা বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নের্তৃবৃন্দসহ সর্বস্তরের জনসাধারণ অংশ নেন। জানাযার নামাজে মারুফের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙ্গে পড়েন।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ফরহাদ ইকবাল, বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কগণসহ অনেকে।

উল্লেখ্য,গতকাল সোমবার সন্ধ্যায় টাঙ্গাইল সদর থানার সামনে বৈষম্যবিরোধী আন্দোলনকারী ছাত্র ও পুলিশের সংঘর্ষ বাঁধে। এসময় পুলিশের গুলিতে টাঙ্গাইল শহরের সাবালিয়া গ্রামের ও শহরের শাহীন স্কুল এন্ড কলেজের ছাত্র মারুফসহ ২জন নিহত হয়। নিহত অপর ছাত্র ভূঞাপুর উপজেলার। তার জানাযার নামাজ ভুঞাপুরে অনুষ্ঠিত হয়েছে।

শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »