ভিয়েনা ০৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের পক্ষ থেকে দেশবাসীকে শান্ত থাকার আহবান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:০০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪
  • ১৭ সময় দেখুন

বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার ও উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশন (EBJA)

ইউরোপ ডেস্কঃ মঙ্গলবার (৬ আগস্ট) ইউরোপে বাংলাদেশী বংশোদ্ভূত সাংবাদিকদের সংগঠন ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে দেশের স্বার্থে সকলকে ধৈর্য্য ও শান্ত থাকার আহবান জানানো হয়েছে।

বিবৃতিতে সাক্ষরকারীদের মধ্যে অন্যতম মাহবুবুর রহমান,হাবিবুর রহমান হেলাল, এনায়েত হোসেন সোহেল,জাকির হোসেন সুমন, শাহীন খলিল কাউছার,জহিরুল ইসলাম, জিয়াউর রহমান খান সোহেল ও কবির আহমেদ প্রমুখ।

বিবৃতিতে তারা বলেন, শিক্ষার্থীরা যে সত্যিকারের বৈষম্যহীন, সাম্য ও মর্যাদাপূর্ণ বাংলাদেশের স্বপ্ন দেখছে, সেই বাংলাদেশই দেখতে চান উল্লেখ করে তারা সবার প্রতি সম্মানবোধ ও সহানুভূতি বজায় রাখার অনুরোধ করেন।

বিবৃতিতে তারা আরও বলেন, কোটা আন্দোলনের শুরু থেকে আমরা শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ের পক্ষে ছিলাম এবং সাম্প্রতিক দিনগুলোয় বিক্ষোভ চলাকালে মর্মান্তিক প্রাণহানির ঘটনায় আমরা গভীর শোকাহত। আমরা নতুন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শিক্ষার্থীদের প্রাণহানির সুষ্ঠু তদন্ত দাবি জানাচ্ছি।

তারা আরো বলেন, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকারের যে রূপরেখা ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, আমরা তাদের রূপরেখা বাস্তবায়নে পূর্ণ সমর্থন জানাচ্ছি।

তাদের এই অভ্যুত্থান ও বিপ্লবের পর বিভিন্ন জায়গায় নাশকতা ও লুটপাট শুরু হয়েছে। তাদের আন্দোলনকে নস্যাৎ করতেই পরিকল্পিতভাবে ফ্যাসিস্টদের দোসররা এমন কাজ করছে। আমরা মুক্তিকামী ছাত্রজনতাকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানাই। সংখ্যালঘু সম্প্রদয়ের বাড়ি-ঘর এবং উপাসনালয় যেন হামলা না হয়।

সাম্প্রতিক সাংঘর্ষিক ঘটনায় ছাত্রদের পাশাপাশি প্রাণ হারিয়েছেন কয়েকজন সাংবাদিক। আহত হয়েছেন শতাধিক সাংবাদিক ও ফটোসাংবাদিক। এখনো সাংবাদিকেরা তাঁদের পেশাগত দায়িত্ব পালনে ব্যাপক নিরাপত্তাহীনতায় ভুগছেন। গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিতসহ প্রাণহানির নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তিদের শাস্তি দিতে হবে।

কবির আহমেদ/ইবিটাইমস/এম আর 

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের পক্ষ থেকে দেশবাসীকে শান্ত থাকার আহবান

আপডেটের সময় ০৫:০০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪

বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার ও উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশন (EBJA)

ইউরোপ ডেস্কঃ মঙ্গলবার (৬ আগস্ট) ইউরোপে বাংলাদেশী বংশোদ্ভূত সাংবাদিকদের সংগঠন ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে দেশের স্বার্থে সকলকে ধৈর্য্য ও শান্ত থাকার আহবান জানানো হয়েছে।

বিবৃতিতে সাক্ষরকারীদের মধ্যে অন্যতম মাহবুবুর রহমান,হাবিবুর রহমান হেলাল, এনায়েত হোসেন সোহেল,জাকির হোসেন সুমন, শাহীন খলিল কাউছার,জহিরুল ইসলাম, জিয়াউর রহমান খান সোহেল ও কবির আহমেদ প্রমুখ।

বিবৃতিতে তারা বলেন, শিক্ষার্থীরা যে সত্যিকারের বৈষম্যহীন, সাম্য ও মর্যাদাপূর্ণ বাংলাদেশের স্বপ্ন দেখছে, সেই বাংলাদেশই দেখতে চান উল্লেখ করে তারা সবার প্রতি সম্মানবোধ ও সহানুভূতি বজায় রাখার অনুরোধ করেন।

বিবৃতিতে তারা আরও বলেন, কোটা আন্দোলনের শুরু থেকে আমরা শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ের পক্ষে ছিলাম এবং সাম্প্রতিক দিনগুলোয় বিক্ষোভ চলাকালে মর্মান্তিক প্রাণহানির ঘটনায় আমরা গভীর শোকাহত। আমরা নতুন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শিক্ষার্থীদের প্রাণহানির সুষ্ঠু তদন্ত দাবি জানাচ্ছি।

তারা আরো বলেন, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকারের যে রূপরেখা ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, আমরা তাদের রূপরেখা বাস্তবায়নে পূর্ণ সমর্থন জানাচ্ছি।

তাদের এই অভ্যুত্থান ও বিপ্লবের পর বিভিন্ন জায়গায় নাশকতা ও লুটপাট শুরু হয়েছে। তাদের আন্দোলনকে নস্যাৎ করতেই পরিকল্পিতভাবে ফ্যাসিস্টদের দোসররা এমন কাজ করছে। আমরা মুক্তিকামী ছাত্রজনতাকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানাই। সংখ্যালঘু সম্প্রদয়ের বাড়ি-ঘর এবং উপাসনালয় যেন হামলা না হয়।

সাম্প্রতিক সাংঘর্ষিক ঘটনায় ছাত্রদের পাশাপাশি প্রাণ হারিয়েছেন কয়েকজন সাংবাদিক। আহত হয়েছেন শতাধিক সাংবাদিক ও ফটোসাংবাদিক। এখনো সাংবাদিকেরা তাঁদের পেশাগত দায়িত্ব পালনে ব্যাপক নিরাপত্তাহীনতায় ভুগছেন। গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিতসহ প্রাণহানির নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তিদের শাস্তি দিতে হবে।

কবির আহমেদ/ইবিটাইমস/এম আর