ব্রেকিং নিউজ
স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাছিনা আজ ৫ আগষ্ট, ২০২৪ দুপুর ১২টায় রাষ্ট্রপ্রতির কাছে পদত্যাগ করে ভারতের পশ্চিমবঙ্গে তার বোন শেখ রেহানাকে নিয়ে দেশত্যাগ করেছেন।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সোমবার বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে। এ সময় তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, তারা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা দিয়েছেন।
এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। তিনি সে সুযোগ পাননি।
মোঃ সোয়েব মেজবাহউদ্দিন/ইবিটাইমস