ভিয়েনা ১০:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত অবস্থার তথ্য চেয়েছে ইসি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ৯ম দিনের শুনানি চলছে লালমোহনে ৭’শত পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মুসলিম হওয়া সত্ত্বেও বিপুল সংখ্যক ইহুদি ভোটাররা মামদানিকে ভোট দিয়েছেন অভিযুক্ত ১৫ শীর্ষ সেনা কর্মকর্তার চাকরিচ্যুতির বিষয়ে যা জানালো সেনা সদর হাঙ্গেরিতে পুতিন-ট্রাম্প বৈঠকের জন্য শর্ত এখনও পূরণ হয়নি – রাশিয়া টাঙ্গাইলে মুগ বলে মথবিজ ডাল বিক্রি, রঙ মিশ্রণ : দুই ব্যবসায়ীকে জরিমানা লালমোহনে ধানের শীষের প্রচারণায় শ্রমিকদল সভাপতি লোকমান হোসেন লঞ্চঘাটে অতিরিক্ত যাত্রী টোল আদায়, ৪০ হাজার টাকা জরিমানা ধানের শীষকে জয়ীকে করার আহ্বান এ্যাড. জয়নুল আবেদীনের

অস্ট্রিয়ান এয়ারলাইন্স নিরাপত্তা জনিত কারনে তার তেল আবিব ফ্লাইট সাময়িক বাতিল করেছে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪
  • ১৮ সময় দেখুন

তাছাড়াও ইসরায়েলের উপর দিয়ে ওভারফ্লাইট গুলিও বাতিল করা হয়েছে

ভিয়েনা ডেস্কঃ বৃহস্পতিবার (১ আগস্ট) অস্ট্রিয়ান এয়ারলাইন্স (AUA) এর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়া হয়েছে। ঘোষণায় বলা হয়,বর্তমানে মধ্যপ্রাচ্যে উত্তপ্ত রাজনৈতিক অস্থিরতার জন্য নিরাপত্তা জনিত উদ্বেগ বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফলে আগামী ৮ আগস্ট পর্যন্ত অস্ট্রিয়ান এয়ারলাইন্স
তার ইসরায়েলের তেল আবিবের সমস্ত ফ্লাইট বাতিল করছে।

এদিকে অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ এর সাথে এক সাক্ষাৎকারে অস্ট্রিয়ান এয়ারলাইন্সের একজন মুখপাত্র জানান, ক্রাইসিস টিমের সঙ্গে আলোচনার
পর AUA এই সিদ্ধান্ত নেয়।

“মধ্যপ্রাচ্যের পরিস্থিতির বিষয়ে সর্বশেষ উন্নয়নের পরিপ্রেক্ষিতে, অস্ট্রিয়ান এয়ারলাইন্স, লুফথানসা গ্রুপ ক্রাইসিস টিমের সাথে সমন্বয় করে সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে আজ সন্ধ্যা থেকে ৮ আগস্ট পর্যন্ত তেল আবিবের ফ্লাইট স্থগিত থাকবে। তাছাড়াও এসময়ে ইসরায়েলের উপর দিয়ে AUA
এর ওভারফ্লাইটও স্থগিত থাকবে। তবে আজ সন্ধ্যায় এয়ারস্পেস ভিয়েনা এবং তেল আভিবের মধ্যে শেষ অস্ট্রিয়ান এয়ারলাইন্স আজ বিকেলে ভিয়েনায় অবতরণ করেছে,” AUA থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে। মধ্যপ্রাচ্যের অন্যান্য গন্তব্য যেমন আম্মান (জর্ডান), তেহরান (ইরান) এবং এরবিল (ইরাক) একটি বিশদ নিরাপত্তা মূল্যায়নের পর অপরিবর্তিত পরিবেশিত হতে পারে।

AUA তার বড় শরিক জার্মানির লুফথানসা পরে এই ঘোষণা করেছে যে সমগ্র লুফথানসা গ্রুপ ৮ আগস্ট পর্যন্ত তেল আবিব থেকে যাত্রী ও কার্গো ফ্লাইট স্থগিত করবে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স নিউজ এজেন্সির তথ্য অনুসারে কোম্পানির একজন মুখপাত্র বলেছেন, “এর কারণ হল এই অঞ্চলের বর্তমান উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি। ইতিমধ্যেই এয়ারলাইন্সটি লেবাননের রাজধানী বৈরুতে এবং সেখান থেকে ফ্লাইটের স্টপ ১২ আগস্ট পর্যন্ত বাড়িয়েছে।

নিরাপত্তা পরিস্থিতির কারণে বৃহস্পতিবার রাতে ভিয়েনা থেকে তেল আবিবগামী অস্ট্রিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট ফিরে আসতে হয়েছে। AUA এর একজন মুখপাত্র পূর্বে APA এর অনুরোধের জবাবে এভিয়েশন ম্যাগাজিন “Austrianwings” থেকে একটি সংশ্লিষ্ট অনলাইন রিপোর্ট থেকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে পরিস্থিতি সংকটজনক ছিল না। মধ্যপ্রাচ্যের অস্পষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে এটি একটি সতর্কতামূলক ব্যবস্থা ছিল।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত অবস্থার তথ্য চেয়েছে ইসি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অস্ট্রিয়ান এয়ারলাইন্স নিরাপত্তা জনিত কারনে তার তেল আবিব ফ্লাইট সাময়িক বাতিল করেছে

আপডেটের সময় ০৬:১২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪

তাছাড়াও ইসরায়েলের উপর দিয়ে ওভারফ্লাইট গুলিও বাতিল করা হয়েছে

ভিয়েনা ডেস্কঃ বৃহস্পতিবার (১ আগস্ট) অস্ট্রিয়ান এয়ারলাইন্স (AUA) এর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়া হয়েছে। ঘোষণায় বলা হয়,বর্তমানে মধ্যপ্রাচ্যে উত্তপ্ত রাজনৈতিক অস্থিরতার জন্য নিরাপত্তা জনিত উদ্বেগ বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফলে আগামী ৮ আগস্ট পর্যন্ত অস্ট্রিয়ান এয়ারলাইন্স
তার ইসরায়েলের তেল আবিবের সমস্ত ফ্লাইট বাতিল করছে।

এদিকে অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ এর সাথে এক সাক্ষাৎকারে অস্ট্রিয়ান এয়ারলাইন্সের একজন মুখপাত্র জানান, ক্রাইসিস টিমের সঙ্গে আলোচনার
পর AUA এই সিদ্ধান্ত নেয়।

“মধ্যপ্রাচ্যের পরিস্থিতির বিষয়ে সর্বশেষ উন্নয়নের পরিপ্রেক্ষিতে, অস্ট্রিয়ান এয়ারলাইন্স, লুফথানসা গ্রুপ ক্রাইসিস টিমের সাথে সমন্বয় করে সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে আজ সন্ধ্যা থেকে ৮ আগস্ট পর্যন্ত তেল আবিবের ফ্লাইট স্থগিত থাকবে। তাছাড়াও এসময়ে ইসরায়েলের উপর দিয়ে AUA
এর ওভারফ্লাইটও স্থগিত থাকবে। তবে আজ সন্ধ্যায় এয়ারস্পেস ভিয়েনা এবং তেল আভিবের মধ্যে শেষ অস্ট্রিয়ান এয়ারলাইন্স আজ বিকেলে ভিয়েনায় অবতরণ করেছে,” AUA থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে। মধ্যপ্রাচ্যের অন্যান্য গন্তব্য যেমন আম্মান (জর্ডান), তেহরান (ইরান) এবং এরবিল (ইরাক) একটি বিশদ নিরাপত্তা মূল্যায়নের পর অপরিবর্তিত পরিবেশিত হতে পারে।

AUA তার বড় শরিক জার্মানির লুফথানসা পরে এই ঘোষণা করেছে যে সমগ্র লুফথানসা গ্রুপ ৮ আগস্ট পর্যন্ত তেল আবিব থেকে যাত্রী ও কার্গো ফ্লাইট স্থগিত করবে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স নিউজ এজেন্সির তথ্য অনুসারে কোম্পানির একজন মুখপাত্র বলেছেন, “এর কারণ হল এই অঞ্চলের বর্তমান উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি। ইতিমধ্যেই এয়ারলাইন্সটি লেবাননের রাজধানী বৈরুতে এবং সেখান থেকে ফ্লাইটের স্টপ ১২ আগস্ট পর্যন্ত বাড়িয়েছে।

নিরাপত্তা পরিস্থিতির কারণে বৃহস্পতিবার রাতে ভিয়েনা থেকে তেল আবিবগামী অস্ট্রিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট ফিরে আসতে হয়েছে। AUA এর একজন মুখপাত্র পূর্বে APA এর অনুরোধের জবাবে এভিয়েশন ম্যাগাজিন “Austrianwings” থেকে একটি সংশ্লিষ্ট অনলাইন রিপোর্ট থেকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে পরিস্থিতি সংকটজনক ছিল না। মধ্যপ্রাচ্যের অস্পষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে এটি একটি সতর্কতামূলক ব্যবস্থা ছিল।

কবির আহমেদ/ইবিটাইমস