ভিয়েনা ০২:৪৬ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :

রাজধানীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:২১:০৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪
  • ৩ সময় দেখুন

ইবিটাইমস, ঢাকা: রাজধানীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২৯ জুলাই) বিকাল ৩টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে অংশ নেয় শতাধিক শিক্ষার্থী।

সমাবেশে বক্তব্য দেয়ার মধ্যেই পুলিশ উপস্থিত হলে সমাবেশ শেষ করে আন্দোলনকারীরা সরে পড়ে। এসময় তারা নিরাপত্তার স্বার্থে নিজেদের নাম প্রকাশ করেনি।

বিক্ষোভকারীরা জানায়, জাতীয় প্রেস ক্লাবে তাদের কর্মসূচি ঘিরে ধরপাকড় চালানো হচ্ছে এবং পুলিশ বিজিবিসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা পুরো এলাকাটি ঘিরে রেখেছে। এছাড়া রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে দফায় দফায় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করা হয়েছে। তাই ৯ দফা দাবিতে তারা ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে সমবেত হয়েছেন।

শিক্ষার্থীরা এসময় বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে গণগ্রেফতার বন্ধ করা, কারফিউ তুলে নিয়ে সেনাবাহিনী, বিজিবিকে ব্যারাকে ফিরিয়ে নেওয়া, আন্দোলনের সমন্বয়কদেরসহ সব বন্দিদের মুক্তি, ক্যাম্পাসসমূহ খুলে দেওয়াসহ ৯ দফা দাবি জানান। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

শিক্ষার্থীরা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ সমন্বয়ককে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ধরে নিয়ে নির্যাতন চালিয়ে জোর করে বিবৃতি আদায় করা হয়েছে। সেই বিবৃতি প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

আন্দোলনকারীরা বলেন, আমাদের সহপাঠীদের রাতের আধারে মেস থেকে তুলে নিয়ে নির্যাতন করা হচ্ছে। যৌক্তিক আন্দোলনে গুলি চালিয়ে হতাহত করা হয়েছে। অনেককে পঙ্গু করা হয়েছে। পাঁচ সমন্বয়ককে তুলে নিয়ে চরম নির্যাতন করা হয়েছে। জোর করে বিবৃতি দিতে বাধ্য করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছে। এই হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।

ঢাকা/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

৩৩ বছর ধরে বন্ধ লালমোহন পাবলিক লাইব্রেরি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রাজধানীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

আপডেটের সময় ০৭:২১:০৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪

ইবিটাইমস, ঢাকা: রাজধানীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২৯ জুলাই) বিকাল ৩টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে অংশ নেয় শতাধিক শিক্ষার্থী।

সমাবেশে বক্তব্য দেয়ার মধ্যেই পুলিশ উপস্থিত হলে সমাবেশ শেষ করে আন্দোলনকারীরা সরে পড়ে। এসময় তারা নিরাপত্তার স্বার্থে নিজেদের নাম প্রকাশ করেনি।

বিক্ষোভকারীরা জানায়, জাতীয় প্রেস ক্লাবে তাদের কর্মসূচি ঘিরে ধরপাকড় চালানো হচ্ছে এবং পুলিশ বিজিবিসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা পুরো এলাকাটি ঘিরে রেখেছে। এছাড়া রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে দফায় দফায় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করা হয়েছে। তাই ৯ দফা দাবিতে তারা ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে সমবেত হয়েছেন।

শিক্ষার্থীরা এসময় বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে গণগ্রেফতার বন্ধ করা, কারফিউ তুলে নিয়ে সেনাবাহিনী, বিজিবিকে ব্যারাকে ফিরিয়ে নেওয়া, আন্দোলনের সমন্বয়কদেরসহ সব বন্দিদের মুক্তি, ক্যাম্পাসসমূহ খুলে দেওয়াসহ ৯ দফা দাবি জানান। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

শিক্ষার্থীরা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ সমন্বয়ককে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ধরে নিয়ে নির্যাতন চালিয়ে জোর করে বিবৃতি আদায় করা হয়েছে। সেই বিবৃতি প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

আন্দোলনকারীরা বলেন, আমাদের সহপাঠীদের রাতের আধারে মেস থেকে তুলে নিয়ে নির্যাতন করা হচ্ছে। যৌক্তিক আন্দোলনে গুলি চালিয়ে হতাহত করা হয়েছে। অনেককে পঙ্গু করা হয়েছে। পাঁচ সমন্বয়ককে তুলে নিয়ে চরম নির্যাতন করা হয়েছে। জোর করে বিবৃতি দিতে বাধ্য করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছে। এই হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।

ঢাকা/ইবিটাইমস/এনএল/আরএন