ভিয়েনা ০৬:১৮ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

অস্ট্রিয়া কুমিল্লা সমিতির বার্ষিক পিকনিক ও শিক্ষা সফর সম্পন্ন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:০৯:০৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪
  • ১২ সময় দেখুন

অস্ট্রিয়া কুমিল্লা সমিতি অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির একটি অন্যতম বৃহত আঞ্চলিক সংগঠন

ভিয়েনা ডেস্কঃ রবিবার (২৮ জুলাই) অস্ট্রিয়া কুমিল্লা সমিতি তাদের গ্রীষ্মকালীন বার্ষিক পিকনিক অত্যন্ত আনন্দঘন পরিবেশে সম্পন্ন করেছে। সমিতির বর্তমান সভাপতি কবির আহমেদ এর সভাপতিত্বে বার্ষিক পিকনিক ও শিক্ষা সফরের সন্চালনার দায়িত্ব পালন করেন সমিতির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন। সার্বিক সহযোগিতায় ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি জসীমউদ্দীন সরকার, সাবেক সভাপতি মামুন হাসান, সাবেক সভাপতি জাকারিয়া সাইমুন এবং সাংস্কৃতিক সম্পাদক আতাউল চৌধুরী।

অস্ট্রিয়ার দক্ষিণের রাজ্য স্টায়ারমার্ক (Steiermark) এর ছোট লেক Erlaufsee তে তাদের বার্ষিক পিকনিক ও শিক্ষা সফরের মূল পর্ব থাকলেও তারা লেকে
যাবার পূর্বে রাজ্যের ঐতিহাসিক পুরানো শহর Mariazell এর কিছু অংশ পরিদর্শন করেন।

তাছাড়াও তারা Erlaufsee এর পুরানো দিনের কয়লা চালিত রেলগাড়িতে চড়ে ঘন্টা খানেক আল্পস পর্বতমালার কিছু অংশ ভ্রমণ করেন।

যাত্রা পথে লোয়ার অস্ট্রিয়ার (NÖ) একটি নির্ধারিত স্থানে সকালের নাস্তা,লেকে দুপুরের খাবার এবং ফিরতে পথে পূর্বের নাস্তার স্থানে বিকালের নাস্তা
সম্পন্ন করেন।

লেকের পানি কিছুটা ঠাণ্ডা থাকায় মাত্র কয়েকজন অল্প সময়ের জন্য পানিতে নেমে গোছল করেন। পিকনিকের এক পর্যায়ে লেকে মহিলাদের জন্য
বিশেষ খেলার ব্যবস্থা এবং রাফেল ড্র করা হয়। পরে বিজয়ীদের মধ্যে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।

রাত সাড়ে দশটায় ভিয়েনায় ফেরত আসার মধ্য দিয়ে অস্ট্রিয়া কুমিল্লা সমিতির বার্ষিক পিকনিক ও শিক্ষা সফর ২০২৪ সমাপ্ত হয়।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অস্ট্রিয়া কুমিল্লা সমিতির বার্ষিক পিকনিক ও শিক্ষা সফর সম্পন্ন

আপডেটের সময় ০৯:০৯:০৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪

অস্ট্রিয়া কুমিল্লা সমিতি অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির একটি অন্যতম বৃহত আঞ্চলিক সংগঠন

ভিয়েনা ডেস্কঃ রবিবার (২৮ জুলাই) অস্ট্রিয়া কুমিল্লা সমিতি তাদের গ্রীষ্মকালীন বার্ষিক পিকনিক অত্যন্ত আনন্দঘন পরিবেশে সম্পন্ন করেছে। সমিতির বর্তমান সভাপতি কবির আহমেদ এর সভাপতিত্বে বার্ষিক পিকনিক ও শিক্ষা সফরের সন্চালনার দায়িত্ব পালন করেন সমিতির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন। সার্বিক সহযোগিতায় ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি জসীমউদ্দীন সরকার, সাবেক সভাপতি মামুন হাসান, সাবেক সভাপতি জাকারিয়া সাইমুন এবং সাংস্কৃতিক সম্পাদক আতাউল চৌধুরী।

অস্ট্রিয়ার দক্ষিণের রাজ্য স্টায়ারমার্ক (Steiermark) এর ছোট লেক Erlaufsee তে তাদের বার্ষিক পিকনিক ও শিক্ষা সফরের মূল পর্ব থাকলেও তারা লেকে
যাবার পূর্বে রাজ্যের ঐতিহাসিক পুরানো শহর Mariazell এর কিছু অংশ পরিদর্শন করেন।

তাছাড়াও তারা Erlaufsee এর পুরানো দিনের কয়লা চালিত রেলগাড়িতে চড়ে ঘন্টা খানেক আল্পস পর্বতমালার কিছু অংশ ভ্রমণ করেন।

যাত্রা পথে লোয়ার অস্ট্রিয়ার (NÖ) একটি নির্ধারিত স্থানে সকালের নাস্তা,লেকে দুপুরের খাবার এবং ফিরতে পথে পূর্বের নাস্তার স্থানে বিকালের নাস্তা
সম্পন্ন করেন।

লেকের পানি কিছুটা ঠাণ্ডা থাকায় মাত্র কয়েকজন অল্প সময়ের জন্য পানিতে নেমে গোছল করেন। পিকনিকের এক পর্যায়ে লেকে মহিলাদের জন্য
বিশেষ খেলার ব্যবস্থা এবং রাফেল ড্র করা হয়। পরে বিজয়ীদের মধ্যে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।

রাত সাড়ে দশটায় ভিয়েনায় ফেরত আসার মধ্য দিয়ে অস্ট্রিয়া কুমিল্লা সমিতির বার্ষিক পিকনিক ও শিক্ষা সফর ২০২৪ সমাপ্ত হয়।

কবির আহমেদ/ইবিটাইমস