ভিয়েনা ১১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভোলা-৩ আসনে বিএনপি প্রার্থী হাফিজের মনোনয়ন ফরম সংগ্রহ সড়ক নির্মাণে অনিয়ম! বন্ধ থাকা কাজ শুরু করলেও জানেনা অফিস কর্তৃপক্ষ বেগম খালেদা জিয়াকে নিয়ে আমরা আশাবাদী, তিনি সুস্থ হয়ে উঠবেন : ডা. জাহিদ ভোলা-৩ আসনে বিডিপি প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ নয়ানীগ্রাম যুব তাফসীর কমিটির উদ্যোগে দুই দিনের ইসলামী মহা সম্মেলন টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার টিভিতে নির্বাচনি প্রচারে সকল প্রার্থীকে সমান সুযোগ দেয়ার নির্দেশ ইসির ঝিনাইদহে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ নাগরপুরে ঘোড়া দৌড় প্রতিযোগিতা মহান বিজয় দিবসে ঝালকাঠিতে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সংবর্ধনা

প্যারিস অলিম্পিকের প্রথম দিনেই দুই স্বর্ণ চীনের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:০৭:১৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪
  • ৪২ সময় দেখুন

শুক্রবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে প্যারিস অলিম্পিক, জমকালো উদ্বোধন হওয়ার পর আজ থেকে শুরু হয়েছে পদকের লড়াই

স্পোর্টস ডেস্কঃ শনিবার (২৭ জুলাই) ৩৩তম গ্রীষ্মকালীন বিশ্ব অলিম্পিকের প্রথম পদকটি জিতেছে কাজাখস্তান। আর প্রথম দুই স্বর্ণ পদক জিতেছে চীন।

আজ শুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেল দলগত মিশ্র ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছে কাজাখস্তান। লড়াইয়ে জার্মানির ম্যাক্সিমিলিয়ান উলব্রিখ–আনা ইয়ানসেন জুটিকে হারিয়েছেন কাজাখস্তানের সাতপায়েভ ইসলাম ও লে আলেকজান্দ্রা।

শুটিংয়ের ওই ইভেন্টে প্রথম সোনা জয় করে চীন। ফাইনালে চীনের লিহাও সেং–ইয়ুতিং হুয়াং জুটি ১৬–১২ পয়েন্টে হারিয়েছে দক্ষিণ কোরিয়ার জিহিউম কিউম–হাজুন পার্ক জুটিকে।

আর এই ইভেন্টে প্রথম রোপ্য পদক জিতেছে দক্ষিণ কোরিয়া। শুটিং ইভেন্টের পর ডাইভিংয়েও দিনের দ্বিতীয় স্বর্ণ পদক জিতে নিয়েছে চীন। সিনক্রোনাইজড ৩ মিটার স্প্রিংবোর্ড ডাইভিংয়ে এই পদক পেয়েছে তারা। এই ইভেন্টে রুপা জিতেছে যুক্তরাষ্ট্র। আর ব্রোঞ্জ গেছে গ্রেট ব্রিটেনের দখলে।

এবার প্যারিস গ্রীষ্মকালীন অলিম্পিকে অস্ট্রিয়ার প্রতিনিধিত্ব করছে ৮১জন ক্রীড়াবিদ। তারমধ্যে ৪৪ জন পুরুষ এবং ৩৭ জন মহিলা ক্রীড়াবিদ।
অস্ট্রিয়া অলিম্পিকের ৩২ ইভেন্টের মধ্যে ১৯টিতে অংশগ্রহণ করবে। অস্ট্রিয়া অলিম্পিক গেমসের প্রথম দিনে কোনও পদক পায় নি।

অলিম্পিক গেমসের প্রথম দিন শেষে চীন দুটি স্বর্ণ পদক নিয়ে প্রথম, ফ্রান্স ১টি স্বর্ণ, ১টি রোপ্য ও একটি ব্রোঞ্জ পদক নিয়ে দ্বিতীয় স্থানে আছে।
আর ১টি স্বর্ণ ও ১টি ব্রোঞ্জ পদক নিয়ে বেলজিয়াম আছে তৃতীয় স্থানে।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

ভোলা-৩ আসনে বিএনপি প্রার্থী হাফিজের মনোনয়ন ফরম সংগ্রহ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

প্যারিস অলিম্পিকের প্রথম দিনেই দুই স্বর্ণ চীনের

আপডেটের সময় ১০:০৭:১৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

শুক্রবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে প্যারিস অলিম্পিক, জমকালো উদ্বোধন হওয়ার পর আজ থেকে শুরু হয়েছে পদকের লড়াই

স্পোর্টস ডেস্কঃ শনিবার (২৭ জুলাই) ৩৩তম গ্রীষ্মকালীন বিশ্ব অলিম্পিকের প্রথম পদকটি জিতেছে কাজাখস্তান। আর প্রথম দুই স্বর্ণ পদক জিতেছে চীন।

আজ শুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেল দলগত মিশ্র ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছে কাজাখস্তান। লড়াইয়ে জার্মানির ম্যাক্সিমিলিয়ান উলব্রিখ–আনা ইয়ানসেন জুটিকে হারিয়েছেন কাজাখস্তানের সাতপায়েভ ইসলাম ও লে আলেকজান্দ্রা।

শুটিংয়ের ওই ইভেন্টে প্রথম সোনা জয় করে চীন। ফাইনালে চীনের লিহাও সেং–ইয়ুতিং হুয়াং জুটি ১৬–১২ পয়েন্টে হারিয়েছে দক্ষিণ কোরিয়ার জিহিউম কিউম–হাজুন পার্ক জুটিকে।

আর এই ইভেন্টে প্রথম রোপ্য পদক জিতেছে দক্ষিণ কোরিয়া। শুটিং ইভেন্টের পর ডাইভিংয়েও দিনের দ্বিতীয় স্বর্ণ পদক জিতে নিয়েছে চীন। সিনক্রোনাইজড ৩ মিটার স্প্রিংবোর্ড ডাইভিংয়ে এই পদক পেয়েছে তারা। এই ইভেন্টে রুপা জিতেছে যুক্তরাষ্ট্র। আর ব্রোঞ্জ গেছে গ্রেট ব্রিটেনের দখলে।

এবার প্যারিস গ্রীষ্মকালীন অলিম্পিকে অস্ট্রিয়ার প্রতিনিধিত্ব করছে ৮১জন ক্রীড়াবিদ। তারমধ্যে ৪৪ জন পুরুষ এবং ৩৭ জন মহিলা ক্রীড়াবিদ।
অস্ট্রিয়া অলিম্পিকের ৩২ ইভেন্টের মধ্যে ১৯টিতে অংশগ্রহণ করবে। অস্ট্রিয়া অলিম্পিক গেমসের প্রথম দিনে কোনও পদক পায় নি।

অলিম্পিক গেমসের প্রথম দিন শেষে চীন দুটি স্বর্ণ পদক নিয়ে প্রথম, ফ্রান্স ১টি স্বর্ণ, ১টি রোপ্য ও একটি ব্রোঞ্জ পদক নিয়ে দ্বিতীয় স্থানে আছে।
আর ১টি স্বর্ণ ও ১টি ব্রোঞ্জ পদক নিয়ে বেলজিয়াম আছে তৃতীয় স্থানে।

কবির আহমেদ/ইবিটাইমস