ইবিটাইমস ডেস্ক: লোহিত সাগরের ইয়েমেন উপকূলে অভিবাসী ও শরণার্থীদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এতে অন্তত ৪৫ জন আরোহী ছিলেন বলে জানা যাচ্ছে। দুর্ঘটনার পর চারজনের খোঁজ পাওয়া গেলেও বাকিরা এখনো নিখোঁজ রয়েছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জাতিসংঘের শরণার্থী সংস্থার বরাতে জানিয়েছে, ইয়েমেনে অন্তত ৪৫ অভিবাসী ও শরণার্থী বহনকারী একটি নৌকা ডুবির পর মাত্র চারজনকে জীবিত পাওয়া গেছে। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, লোহিত সাগরের দক্ষিণ প্রান্ত বরাবর বয়ে চলা তাইজ প্রদেশের উপকূলের কাছে প্রবল বাতাস এবং অতিরিক্ত যাত্রী থাকায় স্থানীয় সময় বুধবার (২৪ জুলাই) রাতে ওই নৌকাটি ডুবে যায়।
জাতিসংঘের শরণার্থী সংস্থাটি বলেছে, বেঁচে থাকা ব্যক্তিদের সহায়তা করার জন্য অংশীদারদের সঙ্গে কাজ করছে তারা। নৌকাডুবির এই ঘটনাটি ইয়েমেন এবং আফ্রিকার মধ্যে বিপজ্জনক যাত্রার বিষয়টিও তুলে ধরেছে তারা।
ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন