ভিয়েনা ০৬:১৪ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ভিয়েনায় উন্মুক্ত স্থানে বারবিকিউ (Grill) নিষিদ্ধ করা হয়েছে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:২২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুলাই ২০২৪
  • ১১ সময় দেখুন

এই নিষেধাজ্ঞা ভিয়েনার সমস্ত পাবলিক বারবিকিউ এলাকায় এখন থেকেই প্রযোজ্য

ভিয়েনা ডেস্কঃ মঙ্গলবার (২৩ জুলাই) ভিয়েনা রাজ্য প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভিয়েনা শহরের সমস্ত উন্মুক্ত স্থানে বারবিকিউ (Grillverbot) করা নিষিদ্ধ করা হয়েছে।

ভিয়েনা রাজ্য প্রশাসনের জলবায়ু বিষয়ক সিটি কাউন্সিলর জার্গেন চের্নোহর্স্কি (SPÖ) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বর্তমানে প্রচণ্ড গরমের কারনে
শহরের সমস্ত পাবলিক বারবিকিউ এলাকার বনে আগুন লাগার সম্ভাব্য ঝুঁকি বেড়ে যাওয়ায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞাটি বিজ্ঞপ্তি
জারির সাথে সাথেই কার্যকর হবে।

তিনি আরও বলেন, ‘বর্তমানে তাপমাত্রার চরম শুষ্কতার কারণে, বনের দাবানলের ঝুঁকি তীব্র বেড়ে গেছে। তাই আমরা জনগণকে এই নিষেধাজ্ঞা মেনে চলার জন্য অনুরোধ করছি যাতে কেউ বিপদে না পড়ে।

অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানায়,ভিয়েনার পাবলিক বারবিকিউ এলাকার জন্য বারবিকিউ নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর রয়েছে – যদি অবিরাম বৃষ্টিপাত হয় তবেই এটি প্রত্যাহার করা হবে। বর্তমানে অস্ট্রিয়ার ফেডারেল রাজধানী ভিয়েনার তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে।

উল্লেখ্য যে,অস্ট্রিয়ায় জুলাই-আগস্ট দুই মাসের গ্রীষ্মকালীন ছুটিতে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন আঞ্চলিক,রাজনৈতিক, সামাজিক ও
সাংস্কৃতিক সংগঠন ভিয়েনার ওপর দিয়ে প্রবাহিত ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম নদী দানিয়ুব এর দ্বীপ Donauinsel এ এই সময়ে বারবিকিউ পার্টি করে
থাকে। Donauinsel ছাড়াও ভিয়েনার ২৩ নাম্বার ডিস্ট্রিক্টের একটি পার্কেও ভিয়েনা প্রশাসন থেকে বারবিকিউ করার ব্যবস্থা রয়েছে।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভিয়েনায় উন্মুক্ত স্থানে বারবিকিউ (Grill) নিষিদ্ধ করা হয়েছে

আপডেটের সময় ০৮:২২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুলাই ২০২৪

এই নিষেধাজ্ঞা ভিয়েনার সমস্ত পাবলিক বারবিকিউ এলাকায় এখন থেকেই প্রযোজ্য

ভিয়েনা ডেস্কঃ মঙ্গলবার (২৩ জুলাই) ভিয়েনা রাজ্য প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভিয়েনা শহরের সমস্ত উন্মুক্ত স্থানে বারবিকিউ (Grillverbot) করা নিষিদ্ধ করা হয়েছে।

ভিয়েনা রাজ্য প্রশাসনের জলবায়ু বিষয়ক সিটি কাউন্সিলর জার্গেন চের্নোহর্স্কি (SPÖ) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বর্তমানে প্রচণ্ড গরমের কারনে
শহরের সমস্ত পাবলিক বারবিকিউ এলাকার বনে আগুন লাগার সম্ভাব্য ঝুঁকি বেড়ে যাওয়ায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞাটি বিজ্ঞপ্তি
জারির সাথে সাথেই কার্যকর হবে।

তিনি আরও বলেন, ‘বর্তমানে তাপমাত্রার চরম শুষ্কতার কারণে, বনের দাবানলের ঝুঁকি তীব্র বেড়ে গেছে। তাই আমরা জনগণকে এই নিষেধাজ্ঞা মেনে চলার জন্য অনুরোধ করছি যাতে কেউ বিপদে না পড়ে।

অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানায়,ভিয়েনার পাবলিক বারবিকিউ এলাকার জন্য বারবিকিউ নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর রয়েছে – যদি অবিরাম বৃষ্টিপাত হয় তবেই এটি প্রত্যাহার করা হবে। বর্তমানে অস্ট্রিয়ার ফেডারেল রাজধানী ভিয়েনার তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে।

উল্লেখ্য যে,অস্ট্রিয়ায় জুলাই-আগস্ট দুই মাসের গ্রীষ্মকালীন ছুটিতে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন আঞ্চলিক,রাজনৈতিক, সামাজিক ও
সাংস্কৃতিক সংগঠন ভিয়েনার ওপর দিয়ে প্রবাহিত ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম নদী দানিয়ুব এর দ্বীপ Donauinsel এ এই সময়ে বারবিকিউ পার্টি করে
থাকে। Donauinsel ছাড়াও ভিয়েনার ২৩ নাম্বার ডিস্ট্রিক্টের একটি পার্কেও ভিয়েনা প্রশাসন থেকে বারবিকিউ করার ব্যবস্থা রয়েছে।

কবির আহমেদ/ইবিটাইমস